গতকাল ১২ আগস্ট সোমবার যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে ও আনন্দমুখর পরিবেশে সারাদেশে পবিত্র ঈদ উল আযহা পালিত হয়েছে।
জুড়ীর স্টেশন রোড নিবাসী বাজারের পরিচিত ব্যবসায়ি মিজানুর রহমান বাবলু-র কুরবানির গরুর মাংসে মহান সৃষ্টিকর্তার নাম ‘আল্লাহু’ খচিত এক টুকরো মাংস পাওয়া গেছে। কুরবানির পর মাংস রান্না করার সময় মিসেস বাবলু-র চোখে সর্বপ্রথম এ দৃশ্যটি ধরা পড়ে। মাংসের গায়ে আল্লাহু খচিত ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সাড়া পড়ে যায়। দেশ বিদেশ থেকে অনেক ফোন আসা ও ধারেকাছের অনেকেই আল্লাহু খচিত মাংসের টুকরোটি দেখতে ভিড় জমাচ্ছেন জনাব বাবলুর বাসায়।
সুত্রঃ হাজি মামুনুর রশিদ