• ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জিলহজ, ১৪৪৬ হিজরি

জুড়ীতে দালালের মাধ্যমে চাল সংগ্রহের অভিযোগে কৃষকদের সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২০, ২০১৯
জুড়ীতে দালালের মাধ্যমে চাল সংগ্রহের অভিযোগে কৃষকদের সংবাদ সম্মেলন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সরকারী ধান সংগ্রহে অনিয়ম, দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কৃষকরা।

আজ ২০ আগষ্ট সোমবার জুড়ী উপজেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে কৃষকরা অভিযোগ করেন যে, জুড়ী খাদ্য গুদাম কর্তৃপক্ষ প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ না করে দালালদের মাধ্যমে ধান সংগ্রহ করছে। তাদের নাম সরকারি তালিকায় থাকা সত্বেও তাদের ধান নিচ্ছে না কর্তৃপক্ষ। এতে প্রচুর ক্ষতির আশংকায় আছেন তারা। ভুক্তভোগী কৃষক শাহপুর গ্রামের মখলিছ মিয়া অভিযোগ করে বলেন, আমি দুইদিন গাড়ি ভাড়া করে ধান গুদামে নিয়ে আসলেও তারা রাখেনি। অথচ আমার নাম তালিকায় আছে। এ সময় ভুক্তভোগী কৃষকদের মধ্যে উপস্থিত ছিলেন মুরাদ আহমদ, লকুছ মিয়া, হাকিম উদ্দিন, আমিন উদ্দিন, সাজুল মিয়া প্রমুখ।

এ ব্যাপারে কৃষি অফিসার কৃষ্ণ পদ রায় জানান, নিদির্ষ্ট পরিমাণ ধান নেওয়া হয়েছে যারা আগে এসেছেন তাদের ধান আগে নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক জানান যে, ব্যাপারে তিনি অবগত নন। খাদ্য গুদামের অফিসার কে জিজ্ঞাসা করতে বলেন।

June 2025
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930