• ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

জুড়ীতে পিক-আপ ভ্যান ও মোটরবাইক সংঘর্ষ : আহত ২

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২০
জুড়ীতে পিক-আপ ভ্যান ও মোটরবাইক সংঘর্ষ : আহত ২

জুড়ীতে মটর সাইকেল – পিকআপ সংঘর্ষে দুই মটর সাইকেল আরোহী গুরুতর আহত।আহতরা হলেন কুলাউড়া উপজেলার মনেসুর গ্রামের নোয়াব আলীর পুত্র ফৈরদৌস আহমদ(২৫) ও একই গ্রামের ধন মিয়ার পুত্র নাবিল আহমদ(২৪) । মুমূর্ষু অবস্হায় তাদেরকে নিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্য রওয়ানা হয়েছেন।ঘটনাটি আজ ১৬ ই অক্টোবর শুক্রবার বিকাল আনুমানিক ৫ টায় জুড়ী -কুলাউড়া সড়কে শাহ খাকী( রঃ) আলিম মাদ্রাসা সংলগ্ন তেতৈরতল নামক স্হানে ঘটেছে।সরেজমিন জানা যায়, মটর সাইকেল আরোহী ফেরদৌস ও নাবিল কুলাউড়া হতে জুড়ীতে যাবার পথে জুড়ী হতে আসা একটি পিকআপ গাড়ী রাস্তার বাম পাশে অর্থাৎ রঙ সাইটে হঠাৎ অবস্হান করায় সাইকেল আরোহীরা রাস্তায় কোন ফাঁকা জায়গা না পেয়ে পিকআপের সামনে ধাক্কা দিলে মটর সাইকেল আরোহীরা পাশের খালে চিটকে পড়ে মারাত্বক জখম হয়। জুড়ী থানার এস আই জাহাঙ্গীর আলম ঘটনাস্হলে জানান,পিকআপ গাড়ীটি রঙ সাইটে অবস্হান করায় মোটরসাইকেল আরোহীরা কোনো উপায় না দেখে পিকআপ গাড়ীর সাথে ধাক্কা লাগে।আহত দুই জনের মধ্যে একজনের অবস্হা আশংকাজনক।

সিরাজুল ইসলাম / দৈনিক হাকালুকি

January 2025
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031