মৌলভীবাজারের জুড়ীর পুটিছড়া ফরেস্ট বিটের সংরক্ষিত বনাঞ্চল এর বাশমহাল থেকে আব্দুল খান (৩০) নামক এক যুবকের লাশ উদ্ধার করেছে জুড়ী থানা পুলিশ।
নিহত আব্দুল খান স্থানীয় উত্তর বড়ডহর গ্রামের তৈয়ব খানের পুত্র। বাশ ও কাঠের ব্যাবসায় জড়িত আব্দুল খান গত বুধবার বিকেল থেকে নিখোঁজ সংবাদের পর ১লা জুলাই বৃহস্পতিবার সকালে লাশের সন্ধান পায় এলাকাবাসী। পড়ে জুড়ী থানা পুলিশ সকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
অফিসার ইন চার্জ জাহাঙ্গির হোসেন সরদার জানান, লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার প্রেরণ করা হয়েছে। নিহতের গায়ে ধারালো দাঁত ও নখের আঘাত পাওয়া গেছে। এছাড়া নিহতের ঠোঁট ও কান ছিরে নিয়ে গেছে বন্যপ্রাণী।