জুড়ীতে মশা নিধন ও পরিচ্ছন্নতা বিষয়ে সমন্বিত অভিযান
জুড়ীতে মশা নিধন ও পরিচ্ছন্নতা বিষয়ে সমন্বিত অভিযান
নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৬, ২০১৯
আজ ৬ আগস্ট মঙ্গলবার জুড়ীতে মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক ও জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত সারা জেলায় একযোগে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে স্ব-উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতা বিষয়ে সমন্বিত অভিযান শুরু হয়েছে।
সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে সমন্বিত উপজেলা প্রসাশনের নেতৃত্বে এক র্যালি আয়োজিত হয়। উক্ত র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মাঈদ ফারুক, নির্বাহী অফিসার অসিম চন্দ্র বনিক, অফিসার ইনচার্জ তদন্ত জনাব আমিনুল ইসলাম সেলিম, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাস, কামিনিগঞ্জ বাজার কমিটির সভাপতি মোঃ কামাল উদ্দিন, সম্পাদক নুরুল আম্বিয়া, ভবানিগঞ্জ বাজার কমিটির সভাপতি আয়াজ উদ্দিন, সম্পাদক এমএ মহসিন মুহিন এবং বাজারের অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।
র্যালি শেষে জুড়ী নিউমার্কেট প্রাঙ্গনে জড়ো হয়ে বক্তারা গুজব প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শেখ হাসিনা সরকারের ভুমিকা ও অবদান তুলে ধরেন। এছাড়া সাম্প্রতিক বিপর্যয় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা শীর্ষক বিভিন্ন বিষয় তুলে ধরেন।