ছোট ধামাই মনিপুরী শিল্পকলা একাডেমীতে প্রধানমন্ত্রীর শিক্ষা, সাস্থ্য ও ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
ছোট ধামাই মনিপুরী শিল্পকলা একাডেমীতে প্রধানমন্ত্রীর শিক্ষা, সাস্থ্য ও ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৯, ২০১৯
আজ ৯ আগস্ট শুক্রবার বিকাল ৪ ঘটিকায় জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের ছোট ধামাই গ্রামের মনিপুরি শিল্পকলা একাডেমীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ২০১৮-২০১৯ অর্থ বছরে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য শিক্ষা, সাস্থ্য ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। জুড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী বড়লেখার মাটি ও মানুষের নেতা বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোইদ ফারুক, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার অসিম চন্দ্র বনিক, জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান মনিপুরী সম্প্রদায়ের অহংকার শ্রীমতী রঞ্জিতা শর্মা, পূর্ব জুড়ী ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমেদ, জুড়ী উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিনিধি অটল কুমার সিংহ শিবেন, মনিপুরী শিল্পকলা একাডেমীর সভাপতি ভাগ্য সিংহ সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সহায়তা সামগ্রী বিতরণ পূর্বে বক্তারা দেশের উন্নয়নে শেখ হাসিনা সরকারের বিভিন্ন কর্মসূচির প্রশংসা করেন। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সরকার বলে উল্লেখ করেন মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান ও অন্যান্য বক্তারা।