জুড়ী উপজেলার ভবানিগঞ্জ বাজারের কলেজ রোড এর বিভিন্ন পয়েন্টে ড্রেন নিষ্কাশনের লক্ষ্যে কাজ শুরু হয়েছে। উল্লেখ্য, কলেজ রোড’এর একপাশে বর্জ্য ও পানি নিস্কাশনের ড্রেনটি কয়েকদিন পরপর ময়লা আবর্জনায় ভরাট হয়ে যায়। যার কারণে রাস্তায় সামান্য বৃষ্টিপাতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়।
এ সমস্যা সমাধানে অনেকেই সামাজিক মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। জুড়ীর কৃতি সন্তান বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন জেলা সড়ক ও জনপথ বিভাগে বিষয়টি অবগত করানোর পর গতকাল ২০ আগস্ট জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্দেশে স্পট পরিদর্শন করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব অসিম চন্দ্র বনিক ও উপজেলা সড়ক ও জনপথ কর্মকর্তা।
আজ ২১ আগস্ট ২০১৯ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ড্রেন নিষ্কাশনের কাজ শুরু হয়। এ কর্মযজ্ঞে সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগ সহসভাপতি হুমায়ুন রশিদ রাজি’র নেতৃত্বে জুড়ী উপজেলা ছাত্রলীগের একটি ইউনিট।