• ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জুড়ী ইউরোপিয়ান এসোসিয়েশন’এর কমিটি গঠন…

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০১৯
জুড়ী ইউরোপিয়ান এসোসিয়েশন’এর কমিটি গঠন…

ইউরোপে অবস্থিত জুড়ী উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে জুড়ী ইউরোপিয়ান এসোসিয়েশন এর কমিটি গঠিত হয়েছে। গত সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি অভিজাত হোটেলে তৈমুর হাসান আপলু সভাপতি, সাজ্জাদ মঞ্জু সাধারণ সম্পাদক ও জাহেদ হাসান কে অর্থ সম্পাদক নির্বাচিত করে এ কমিটি গঠন করা হয়।

দীর্ঘ আলোচনা শেষে সর্ব সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এ কমিটির অনুমোদন করা হয়। জুড়ী বড়লেখার প্রথম সংসদ সদস্য মরহুম তৈমুছ আলীর পুত্র তৈমুর হাসান আপলু কে সভাপতি, জুড়ীর বিখ্যাত দানবীর হাজী ইনজাদ আলীর নাতি সাজ্জাদ মঞ্জু কে সম্পাদক ও জুড়ীর সাবেক ছাত্রনেতা জাহেদ হাসান (আবু বক্কর) কে অর্থ সম্পাদক মনোনীত করে জুড়ী ইউরোপিয়ান এসোসিয়েশন গঠন করা হয়।

আগামী কিছু দিনের মধ্যে হবে সকলের মতামতের ভিত্তিতে পূর্ণ কমিটি গঠন করা হবে বলে জানান নব-নির্বাচিত নেতৃবৃন্দ। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন জুড়ীর উন্নয়নে অংশগ্রহন নিশ্চিত করতে ও দেশের বাইরে সম্প্রীতির বন্ধন শক্তিশালী করতে কাজ করবে আমাদের সংগঠন। ইউরোপে অবস্থানরত জুড়ীর সকল প্রবাসীদের সহযোগিতা কামনা করে এ সংগঠনের নেতৃবৃন্দ জানান, ‘সকলের আন্তরিক বন্ধনই পারে বড় জয় এনে দিতে।’

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930