• ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

জুড়ী উপজেলার সড়ক ও জনপথ (সওজ) এর দৃষ্টি আকর্ষণ

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৬, ২০২০
জুড়ী উপজেলার সড়ক ও জনপথ (সওজ) এর দৃষ্টি আকর্ষণ

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সড়ক ও জনপথ (সওজ) এর অধীনস্থ সরকারের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।

দীর্ঘ ৪মাস থেকে জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের সমাইবাজার- জালালপুর, বরইতলী রোড়স্থ চৌমুহনী তে রাস্তার ভাঙ্গন সৃষ্টি হয়েছে।

অত্র এলাকার বসতবাড়ী থেকে আসা বৃষ্টির পানি রাস্তার নিচ থাকা ছোট পাইপ দিয়ে নেমে আসে সমাই খালে।

প্রায় চার মাস আগে পাইপটি ভেঙ্গে যায়, যার কারণে রাস্তা এক পাশে ভাঙ্গন সৃষ্টি হয়। যা বর্তমানে অনেক বড় গর্তের আকার ধারণ করেছে।

সাম্প্রতিক সময়ে এই গর্তে পড়ে অনেক দুঃঘটনা হয়েছে, এবং আগামীতে প্রাণহানীর মত দুঃঘটনা হতে পারে।

পাশ্ববর্তী ফুলতলা-জুড়ীর রাস্তায় পুনঃনির্মাণ কাজ চলতে থাকায় বিকল্প রাস্তা হিসেবে এই রাস্তায় যানবাহন চলাচল অধিক হারে চলছে।

তাই অতিসত্বর এই ঝুকিপূর্ণ রাস্তায় কালভার্ট স্থাপন, এবং মেরামত না করলে রাস্তা খালে বিলীন হয়ে যাবে এবং জন-সাধারণ বিপর্যয়ের সম্মুখীন হবে।

সর্বসাধারণে পক্ষে
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সড়ক ও জনপথ (সওজ) এর অধীনস্থ সরকারের কর্মকর্তাদের কাছে আকুল আবেদন করছি।
জরুরি ভিত্তিতে এই সংকুল পরিস্থিতিতে ঝুকিপূর্ণ রাস্তায় কালভার্ট নির্মাণ ও রাস্তা মেরামত করে এলাকাবাসির দূর্ভোগ লাগব করুন।

০৬.১০.২০২০ খ্রিঃ
সমাইবাজার, জুড়ী, মৌলভীবাজার।

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031