আজ ৪ সেপ্টেম্বর, জুড়ী উপজেলা স্কাউটসের আয়োজনে জুড়ী উপজেলা সাস্থ্য কমপ্লেক্স মাঠে মহা সমারোহে পালিত হয় সমাজ উন্নয়ন ক্যাম্প ও বৃক্ষরোপণ কর্মসূচী।
উক্ত সমাজ উন্নয়ন ক্যাম্প ও বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ শাহাব উদ্দিন এম পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার এর জেলা প্রশাসক জনাব নাজিয়া শিরিন, পুলিশ সুপার জনাব মোঃ ফারুক আহমদ, জাতীয় কমিশনার এক্সটেনশন স্কাউটিং জনাব নাজমুল হক নাজু, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জনাব মিছবাউর রহমান, সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক জনাব মহিদুল ইসলাম মুমিত ও সিলেট বিভাগের স্কাউটস এর কোষাদক্ষ জনাব স.ব.ম দানিয়াল সভাপতিত্ব করেন জনাব অসীম চন্দ্র বনিক, উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা ভাইস চেয়ারম্যান ও জুড়ি উপজেলা স্কাউটস এর সভাপতি বাবু রিংকু রঞ্জন দাস। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক, সরকারি বেসরকারি পেশাজীবী, স্কাউট সদস্য় ও অন্যান্য গন্যমান্য ব্যক্তিবরগ।
জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এ অনুষ্ঠানের সুচনা হয়। এরপর আলোচনা সভা, বৃক্ষ রোপণ ও জুড়ী উপজেলা স্কাউটসের মনোজ্ঞ ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ অনুষ্ঠানের সমাপ্তি হয়।
হাকালুকিডটনেট/৪সেপ্টেম্বর/বিসি