• ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

জুড়ী শিশুপার্ক চত্বরে আধুনিক শপিং মল শরীফ কমপ্লেক্সের শুভ উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৯, ২০১৯
জুড়ী শিশুপার্ক চত্বরে আধুনিক শপিং মল শরীফ কমপ্লেক্সের শুভ উদ্বোধন

জুড়ী শহরে অত্যাধুনিক ডিজাইনে নবনির্মিত একমাত্র সম্পুর্ন শীতাতপ নিয়ন্ত্রিত শপিংমল “শরীফ কমপ্লেক্স” এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন বর্নাঢ্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় শরীফ কমপ্লেক্স এর শুভ উদ্বোধন করেন বিশিষ্ট দানবীর মরহুম হাজী ইনজাদ আলী সাহেবের সন্তান, বিশিষ্ট সমাজ সেবক, সাবেক ইউপি চেয়ারম্যান হাজী শফিক উদ্দিন আহমেদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব জুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের অন্যতম নেতা আলহাজ্ব আদর উদ্দিন আহমদ, পূর্ব জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান ছালেহ উদ্দিন আহমদ, জায়ফরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজমুল ইসলাম, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক নুরুল আম্বিয়া সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, সাংবাদিক সহ পেশাজীবি সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সম্পূর্ণ বিদেশী প্রযুক্তিতে নির্মিত বৃহত্তর মৌলভীবাজার জেলার মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত একমাত্র এ শপিংমলের প্রতিষ্ঠাতা বৃহত্তর সিলেটের বিখ্যাত দানবীর, জুড়ীর গোয়ালবাড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী “হাজী পরিবার”র মরহুম হাজী ইনজাদ আলী সাহেবের নাতি ও গোয়ালবাড়ী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক জনাব আলহাজ্ব শফিক উদ্দিন আহমদ সাহেবের বড় ছেলে লন্ডন প্রবাসী আলহাজ্ব শরীফ আহমদ। সম্পুর্ণ সিসি ক্যামেরা দ্বারাই নিয়ন্ত্রিত নজর কাড়া, দৃষ্টিনন্দন সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত, নিরাপদ ও নিশ্চিত সব শপিংয়ের বিশ্বস্ত শপিং সেন্টার শরীফ কমপ্লেক্স। জুড়ীর প্রানকেন্দ্রে অবস্থিত জুড়ী ব্রিজে ও জুড়ী শিশুপার্ক পয়েন্ট চত্বরে অবস্থিত নান্দনিকভাবে সজ্জিত ও অত্যাধুনিক এ শপিং মলে রয়েছে কাস্টমারদের চাহিদা সম্পন্ন সব ধরনের সুবিধা। তথ্য প্রযুক্তি নির্ভর বর্তমান প্রজন্মের জন্য উক্ত শপিংমল এরিয়ায় রয়েছে শপিং কমপ্লেক্সের সত্ত্বাধিকারী, ব্রিটেনের বিশিষ্ট বাঙালী কমিউনিটি সেবক, মরহুম হাজী ইনজাদ আলী স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট দানবীর আলহাজ্ব শরীফ আহমদের সৌজন্যে ফ্রি ওয়াইফাই সুবিধা।

February 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728