জেসি আই নতুন কমিটি গঠন আইআইএলডি এবং জেসিআইয়ের মধ্যে এমওইউ চুক্তি সাক্ষরিত
জেসি আই নতুন কমিটি গঠন আইআইএলডি এবং জেসিআইয়ের মধ্যে এমওইউ চুক্তি সাক্ষরিত
নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৩
তরুণদের আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এর সঙ্গে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ‘ল এন্ড ডিপ্লোমেসি’র এমওইউ মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং,আনুষ্ঠানিক ভাবে স্বাক্ষরিত হয়েছে।
রাজধানীর গুলশান-২ হোটেল বেঙ্গল ব্লুবেরি হলরুমে শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিক এই এমওইউ চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে আয়োজকরা জানান, ‘ইয়ুথ এনগেজমেন্ট এন্ড ইয়ুথ এম্পাওয়ারমেন্ট এর ওপর এই এমওইউ স্বাক্ষরিত হয়। এ সময় উপস্থিত ছিলেন আইএলডিএর নির্বাহী পরিচালক শফিউল আলম শাহিন, জেসিআই’এর লোকাল প্রেসিডেন্ট ব্যারিস্টার রাফায়েল, ন্যাশনাল প্রেসিডেন্ট জিয়াউল হক ভুঁইয়াসহ জেসিআইএর বিভিন্ন স্তরের অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং অনুষ্ঠানে আগত অতিথিরা।
জেসিআইয়ের সাধারণ সভায় জেসিআই ঢাকা অ্যাসপিরেন্টস এর নতুন কমিটি গঠন করা হয়। এর লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হন সালাউদ্দিন এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন ব্যারিস্টার আবিদ উর রহমান। সাধারণ সম্পাদক মনোনীত হন শফিউল আলম শাহীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বনফুল কোম্পানি এন্ড লিমিটেডের প্রতিষ্ঠাতা ও পরিচালক এম এ শুক্কুর, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম দাউদুর রহমান মিনা, সুপ্রিম কোর্টের বিচারক ড. কাজী রেজা-উল হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সিরাজুল ইসলাম সিরাজ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আব্দুল বাতেন, অতিরিক্ত আইজিপি (রোডস এন্ড হাউওয়ে) মোস্তাফিজুর রহমান, জেসিআই এর ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির প্রমুখ।