• ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

ডিএমপিকে পিকআপ ভ্যান ও মোটরসাইকেল উপহার প্রদান রানার গ্রুপের

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৫
ডিএমপিকে পিকআপ ভ্যান ও মোটরসাইকেল উপহার প্রদান রানার গ্রুপের

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও দৈনন্দিন টহল কার্যক্রম পরিচালনার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশকে পাঁচটি ১৬০ সিসি মোটরসাইকেল ও একটি পিকআপ ভ্যান উপহার দিয়েছে রানার গ্রুপ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ২০২৫ খ্রি.) সকাল ১১:০০ ঘটিকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি এর হাতে আনুষ্ঠানিকভাবে গাড়ির চাবি হস্তান্তর করেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান।

রানার গ্রুপের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরীতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ডিএমপি। রানার গ্রুপ কর্তৃক উপহার হিসেবে প্রদত্ত পিকআপ ভ্যান ও মোটরসাইকেল গুলো ডিএমপির সক্ষমতাকে আরো বৃদ্ধি করবে এবং নিয়মিত টহল কার্যক্রমকে আরো তরান্বিত করবে।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং রানার গ্রুপের এমডি মো. নজরুল ইসলামসহ শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।.

February 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728