আজ শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্তদের দেখতে গিয়ে সাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি বলেন, ‘বাংলাদেশে ডেঙ্গু এখনও ভয়াবহ আকার ধারন করে নি।’ আজ ঢাকা মেডিক্যাল কলেজে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘দেশকে বিভ্রান্ত করতে কিছু মিডিয়া ডেঙ্গুকে মহামারি রুপ দেয়ার চেষ্টা করছে। বাস্তবে তেমন কিছু নয়, অন্যান্য দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের চেয়ে বাংলাদেশে এর হার কম।’
এছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রনে সারাদেশে প্রচুর লোক কাজ করছে। ওষুধের সল্পতা, হাসপাতালে রোগীদের অবহেলা ইত্যাদি নানা বিষয় জরিয়ে একটি মহল ডেঙ্গুকে ব্যাবহার করে দেশকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন ‘প্রতিদিনই হাজার হাজার রোগী ডেঙ্গু পরিক্ষার জন্য দেশের বিভিন্ন হাসপাতালে জড়ো হচ্ছে। এদের মধ্যে মাত্র ৫ ভাগ লোক আক্রান্ত রোগী হলেও চলমান খবর ও সচেতনতার জন্য হাসপাতালে আসা এই ব্যাপক সংখ্যক রোগীকে দেখা ও পরিক্ষা করা আমাদের জন্য মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে’। দেশের সব সঙ্কট মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।