• ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ঢাকায় বায়তুল মোকাররম জুমার নামাজ শেষে কওমি মাদ্রাসা ছাত্র ঐক্যের মিছিল

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২, ২০২৪
ঢাকায় বায়তুল মোকাররম জুমার নামাজ শেষে কওমি মাদ্রাসা ছাত্র ঐক্যের মিছিল

বাংলাদেশে কওমী মাদ্রাসা ছাত্র ঐক্য কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে ‘হত্যা ও বর্বর’ হামলার প্রতিবাদে এবং নিহতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।

বায়তুল মোকারম জাতীয় মসজিদ থেকে জুমার পর আজ শুক্রবার (২ আগস্ট) ঝটিকা মিছিলটি বের হয়। এরপর তারা দ্রুত শাহবাগ এর দিকে চলে যায়। এসময় তারা কোটা আন্দোলনে নিহতদের হত্যার প্রতিবাদে বিভিন্ন ধরনের শ্লোগান দেন।

বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটের সিড়িতে সিড়িতে অবস্থান নেন বিক্ষোভকারীরা। কিছু সময় অবস্থান নেয়ার পর তারা সমবেত হয়ে মিছিল শুরু করে।

বায়তুল মোকাররম মসজিদ ঘিরে আগে থেকে পুলিশকে সতর্ক অবস্থানে দেখা যায়। মসজিদের উত্তর গেট, পল্টন মোড় ও দৈনিক বাংলা মোড়ে পুলিশের বিপুল উপস্থিতি ও সাজোয়া যান দেখা গেছে রাস্তায়।

গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের আজ শুক্রবার দেশব্যাপী চলমান আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করেন।

October 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031