ঢাকায় শীর্ষ রাজনীতিবিদ, কুটনীতিক, বুদ্ধিজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সম্মানে এবি পার্টির ইফতার অনুষ্ঠিত
ঢাকায় শীর্ষ রাজনীতিবিদ, কুটনীতিক, বুদ্ধিজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সম্মানে এবি পার্টির ইফতার অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ১৯, ২০২৫
যারা এতদিন নীপিড়িত ছিল তাদের অনৈক্য ও সংঘাতে ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে তা হবে দূ:খজনক — এবি পার্টি।
রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় ১৮ মার্চ ২০২৫ ইংরেজি এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ, ঢাকায় কর্মরত বিদেশি কুটনীতিক, সিনিয়র সাংবাদিক, বুদ্ধিজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সম্মানে আয়োজিত আজ এক ইফতার মাহফিলে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন; আমরা যারা এতদিন নীপিড়িত ও ফ্যাসিবাদের অত্যাচারে জর্জরিত ছিলাম তাদের অনৈক্য ও সংঘাতে ফ্যাসিবাদের পুণরোত্থান ঘটলে তা হবে খুবই দূ:খজনক। হাজারো মানুষের রক্তের সাথে তা হবে সুস্পষ্ট বিশ্বাসভঙ্গ। অন্তর্বর্তী সরকার, সকল রাজনৈতিক দল, বিবেকবান নাগরিক এবং বিপ্লবী ছাত্রসমাজকে তাদের প্রাজ্ঞ ভূমিকা পালন করে সংস্কারের মহৎ উদ্যোগগুলিকে ত্বরান্বিত করা ও একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে নতুন করে পুণর্গঠনের জন্য ঐকমত্যে পৌঁছানোর উদাত্ত আহ্বান জানান তিনি।
ইফতার মাহফিল ও আলোচনা সভার অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় জনাব মঞ্জু আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন। চেয়ারম্যানের বক্তব্যের পর দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এবি পার্টির প্রতিষ্ঠাতা আহবায়ক এএফএম সোলায়মান চৌধুরী।
ইফতার মাহফিলে যেসব রাজনৈতিক নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিক ও বুদ্ধিজীবীরা অংশ নেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন,; বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় নাগরিক পার্টির আহবায়ক সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম, সদস্য সচিব আকতার হোসেন, যুগ্ম আহবায়ক ডাঃ তাসনীম জারা, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী, ড. মাহবুব উল্লাহ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, বিএনপি চেয়ারপার্সনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, সাধারন সম্পাদক রাশেদ খান, নাগরিক পার্টির মূখ্য সংগঠক সারজিস আলম, এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোজাহেরুল হক, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, জাতীয় দলের সভাপতি এহসানুল হুদা,দৈনিক যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীন, কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ, বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, গাজী টেলিভিশনের ডিএমডি প্রকৌশলী আবুল হাসান, দৈনিক খবরের কাগজের নির্বাহী সম্পাদক এনাম আবেদীন, যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ, ডিবিসি টেলিভিশনের হেড অব নিউজ লোটন একরাম, দৈনিক প্রথম আলোর চিফ রিপোর্টার টিপু সুলতান, বিশেষ প্রতিনিধি সেলিম জাহিদ, বৈশাখী টিভির হেড অব নিউজ জিয়াউল কবির সুমন, এশিয়ান টিভির সিরাজুল ইসলাম।
বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দূতাবাস ও হাইকমিশনের কূটনৈতিকদের মধ্যে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলী, কোরিয়ান রাষ্ট্রদূত পার্ক ইয়াং-সিক, পাকিস্তানের রাষ্ট্রদূত সায়েদ মারুফ, মার্কিন দূতাবাসের পলিটিক্যাল ইউনিটের প্রধান ম্যাথিউ বেহ, পলিটিক্যাল এন্যালিস্ট কামরান, যুক্তরাজ্য দূতাবাসের হেড অব পলিটিক্যাল এ্যান্ড গভর্নেন্স দোয়িন এডেল, পলিটিকাল এনালিস্ট রায়হান রহমাম, জার্মান দূতাবাসের সিল্কে শ্মিয়ার, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, পলিটিক্যাল অফিসার কামরান দাঙ্গাল, জাতিসংঘ দূতাবাসের পিস এ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার নাদিম ফরহাদ, কানাডিয়ান দূতাবাসের পলিটিক্যাল অফিসার সিওভান কের, নেদারল্যান্ড দূতাবাসের পলিটিক্যাল এ্যান্ড কালচারাল অফিসার নামিয়া আক্তার, চীনের ডেপুটি হাইকমিশনার লিউ ইউন, পলিটিক্যাল অফিসার লিউ হোংরে, ইউরোপীয় ইউনিয়নের পলিটিকাল অফিসার সেবাস্তিয়ান রিগার ব্রাউন, মালয়েশিয়ার ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ আসজুয়ান, অষ্ট্রেলিয়ান হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ক্লিন্টন পবকে, আইআরআই এর অমিতাভ ঘোষ।
বিশিষ্ট নাগরিক শিক্ষাবিদদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. মামুন আহমেদ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নকীব মো. নসরুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. জাহাঙ্গীর আলম চৌধুরী, পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আব্দুল লতিফ মাসুম, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী নেতা হাতেম আলী, বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম, সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) ইমামুজ্জামান বীর বিক্রম, সাবেক চীফ অব স্টাফ জেনারেল লে. জেনারেল (অবঃ) নাজিম উদ্দিন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আজমী, লে. জেনারেল হাসান নাসির ও কর্ণেল হাসিন, জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ, সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার ইকতেদার আহমেদ, বাংলাদেশ ন্যাপ এর চেয়ারম্যান জেবেল রহমান গণি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডীন অধ্যাপক ড. ওয়ারেসুল করিম, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মুর্ত্তোজা, বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, নাগরিক ঐক্যের সহ সম্পাদক সাকিব আনোয়ার, বিএনপি চেয়ারপারসনের মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা এনামুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, গাজী টেলিভিশনের প্রধান সম্পাদক ইকবাল করিম নিশান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. সুকোমল বড়ুয়া, লেখক, কলামিস্ট ও মানবাধিকার কর্মী রুবী আমাতুল্লাহ, রাজউক এর সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল সিদ্দিকুর রহমান (অব:), জাগপা’র সহসভাপতি রাশেদ প্রধান, নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা আশরাফুল হক, এক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি, বিশিষ্ট শিল্পপতি এ প্লাস গ্রুপের চেয়ারম্যান মহিউদ্দিন ভূঁইয়া নাঈম, জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ইন্জিনিয়ারিং ইন্সটিটিউট বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী নিয়াজ আহমেদ ভূইয়া, এশিয়ান ইউনিভার্সিটি’র ভিসি , প্রফেসর এমিরেটাস মোহাম্মদ শাহাজাহান খান।
এবি পার্টি’র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম ফারুক, বিএম নাজমুল হক, লে. কর্ণেল (অবঃ) দিদারুল আলম, লে. কর্ণেল (অবঃ) হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান, আমিনুল ইসলাম এফসিএ, ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, ব্যারিস্টার সানী আব্দুল হক, যুবপার্টির আহবায়ক শাহাদাতুল্লাহ টুটুল, ছাত্রপক্ষের আহবায়ক মোহাম্মদ প্রিন্স সহ এবি পার্টির জাতীয় নির্বাহী পরিষদের সকল সদস্যবৃন্দ।