• ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

ঢাকা মোটর ফেস্টে মিলছে প্রগতি-কিয়া’র সিরাটো সিডান কার

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৫
ঢাকা মোটর ফেস্টে মিলছে প্রগতি-কিয়া’র সিরাটো সিডান কার

আজ সকাল থেকে ঢাকায় বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তৃতীয় ঢাকা মোটর ফেস্ট ২০২৫। মেলা চলবে ২৩-২৫জানুয়ারী, ২০২৫খ্রি. তারিখ রোজ বৃহস্পতি, শ্রক্র ও শনিবার সকাল ১১:০০ ঘটিকা হতে রাত ৯:০০ ঘটিকা পর্যন্ত। মেলায় দর্শনার্থীদের জন্য সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত থাকবে কার টেস্ট ড্রাইভ ও মোটর বাইক স্ট্যান্ড। গাড়ির নির্মাতা/আমদানীকারক/সরবরাহকারীর কোম্পানীর পাশাপাশি বাইক, লুব্রিকেন্ট, আর্থিক প্রতিষ্ঠান ও মোটরযান এক্রেসরিজ সরবরাহকারী প্রতিষ্ঠান পণ্য প্রদর্শন ও বিক্রয় কার্যক্রম পরিচালনা করবে।

প্রগতি ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, এসিএস প্রগতির প্যাভিয়িলনটি পরিদর্শন করেন। এসময় তিনি আগত দর্শনার্থীদের সাথে মত বিনিময় করেন। তিনি জানান প্রগতি মিতসুবিশি পাজেরো স্পোর্টস কিউএক্স, এএস এক্স, এল-২০০ ডাবল কেবিন পিকআপ ও মাহিন্দ্রা স্কোর্পিও ডাবল কেবিন পিকআপ সরবরাহের পাশাপাশি সকল শ্রেণীর ক্রেতার কথা বিবেচনা করে এবারই প্রথম প্রগতি সিডান কার বাজারজাত শুরু করেছে। বিশ্বখ্যাত দক্ষিণ কোরিয়ার কিয়া সিরাটো মডেলের আধুনিক ফিচারযুক্ত সিডান কার প্রগতির কারখানায় সংযোজন করে বাজারজাত শুরু হয়েছে। এ সময় প্রগতির প্যাভিলিয়নে প্রতিষ্ঠানটির উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

February 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728