• ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

“ঢাকা ১৪ আসনে মুক্তিযোদ্ধা জনতার শপথ গ্রহণ বিএনপি’র রাজনীতি নিষিদ্ধের দাবী”

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২, ২০২৪
“ঢাকা ১৪ আসনে মুক্তিযোদ্ধা জনতার শপথ গ্রহণ বিএনপি’র রাজনীতি নিষিদ্ধের দাবী”

আগষ্ট মানে বাঙ্গালী জাতীর শোকের মাস।এই মাসের প্রথম দিনেই স্বাধীনতা বিরোধী ও বঙ্গবন্ধুর খুনিচক্রের নৈরাজ্য -ধ্বংসযজ্ঞ প্রতিরোধে ঢাকা-১৪ আসনের মুক্তিযোদ্ধা জনতার “ শপথ গ্রহন অনুষ্ঠান” ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বরনে তথ্য চিত্র প্রদর্শনী ( মুজিব একটি জাতির রুপকার ) অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মুক্তিযোদ্ধা জনতার শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল বলেন- উন্নয়নশীল একটি রাষ্ট্রকে পিছিয়ে ফেলতে ও সন্ত্রাসী কার্যকলাপ সৃষ্টি করতে জামায়াত বিএনপি এদেশে রাজনীতি করে। হাইকোর্টের রায়ে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ হলেও আরেক সন্ত্রাসী সংগঠন বিএনপি এখনো এ দেশে ধ্বংসের রাজনীতি করে যাচ্ছে। তাই এবার এদেশে বিএনপির রাজনীতিও নিষিদ্ধ করতে হবে।

এসময়ে তিনি কোটা আন্দোলনকে ঘিরে বিএনপি জামায়াত যে সহিংসতা চালিয়েছে তার বর্বরতা তুলে ধরে শিক্ষক ও অভিভাবকদের সচেতন হতে আহ্বান জানান।

এছাড়াও মুক্তিযোদ্ধা জনতার শপথ গ্রহণ অনুষ্ঠানে বিএনপি-জামায়াতের অপতৎপরতা, দেশ ও জাতির স্বার্থে জীবন উৎসর্গ করার শপথ গ্রহণও করেন উপস্থিত নেতৃবৃন্দরা।

আগষ্ট মাসের এই শোকাবহ অনুষ্ঠানে মিরপুর কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান, সরকারী বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিরুল ইসলাম ও মোহাম্মদাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ড. সাইফুল ইসলাম রফিক, কল্যানপুর গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহনাজ বেগম, শাহ আলী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের অধ্যক্ষ, শিক্ষকমন্ডলীগন শোকাবহ আগস্টের উপর স্মৃতিচারন করেন ।

এছাড়া বিভিন্ন স্কুল , কলেজের ছাত্র-ছাত্রীরা জাতির পিতা বঙ্গবন্ধু সহ সকল শহীদদের স্মরনে কবিতা আবৃত্তি, একক সঙ্গীত, ও ঐতিহাসিক ০৭ ই মার্চের ভাষন পরিবেশন করেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহিদদের রুহের মাগফেরাত কামনায় মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্হ্য -দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত করা হয়।

October 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031