• ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

তরুণদের অনুপ্রাণিত করতে ফেসবুকের পডকাস্ট সিরিজ ফেসবুকআইআরএল স্টোরিজ

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৫
তরুণদের অনুপ্রাণিত করতে ফেসবুকের পডকাস্ট সিরিজ ফেসবুকআইআরএল স্টোরিজ

তরুণদের একটি উল্লেখযোগ্য অংশ, বিশেষ করে ১৮-২৯ বছর বয়সীরা তাদের চারপাশের বিশ্ব সম্পর্কে জানতে যুক্ত হচ্ছে ফেসবুকে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এ প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীরা জীবনের বিভিন্ন পর্যায়ের পথচলাকে সমৃদ্ধ করে তোলার পাশাপাশি নিজেদের ও কমিউনিটির জন্য অর্থবহ কাজ করার সুযোগ পায়। প্ল্যাটফর্মটিতে তরুণদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে তুলতে বাংলাদেশে একদম নতুন পডকাস্ট সিরিজ #ফেসবুকআইআরএল স্টোরিজ চালু করেছে ফেসবুক। এর মাধ্যমে তরুণরা কীভাবে ফেসবুক ব্যবহার করছে তা তুলে ধরা হবে।    

পডকাস্ট সিরিজের উপস্থাপক হিসেবে রয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও কমেডিয়ান আমিন হান্নান চৌধুরী। এই পডকাস্টের মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর, ছোট থেকে মাঝারি আকারের ব্যবসা (এসএমবি) পরিচালনাকারী ও কমিউনিটিতে প্রভাববিস্তারকারীরা ফেসবুকে তাদের যাত্রা, উন্নতি ও বিস্তার নিয়ে গল্পগুলো বলবেন; যা পরবর্তী সময়ে তরুণদের জন্য বড় পদক্ষেপ নিতে সহায়ক হবে।

পডকাস্টের উপস্থাপক আমিন হান্নান চৌধুরী বলেন, “ফেসবুক সবসময়ই কনটেন্ট ক্রিয়েটর ও দর্শকদের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করেছে। এবার সফল কনটেন্ট ক্রিয়েটর, এসএমবি ও কমিউনিটিতে প্রভাববিস্তারকারীদের অগ্রগতি ও সফলতার গল্প তুলে নিয়ে আসছে ফেসবুক। এই গল্পগুলো তরুণ ব্যবহারকারীদের অর্থপূর্ণভাবে সংযুক্ত করতে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পছন্দের বিষয়গুলো খুঁজে পেতে অনুপ্রাণিত করবে বলে আশাবাদী আমরা।”

ফেসবুক প্রতিনিয়ত তরুণদের জন্য নতুন ফিচার যোগ করে যাচ্ছে, যেন সকল ব্যবহারকারী নিজেদের পছন্দ খুঁজে পেতে পারেন এবং নিজেদের ঘনিষ্ট বন্ধুবান্ধবের বাইরেও বাকি বিশ্বের সাথে সংযুক্ত হতে পারেন। আপনি যে বিষয়েই আগ্রহী হোন না কেন, ফেসবুকে এমন অনেকেই রয়েছেন যারা আপনার কাজে সহায়তা করতে পারবে। ফেসুবকে আপনি আপনার আপনার পছন্দসই কনটেন্ট ও মানুষদের খুঁজে পাবেন।

যেসব তরুণ কনটেন্ট তৈরি করার ক্ষেত্রে টিপস ও কৌশল জানার পাশাপাশি কমিউনিটি গড়ে তুলতে বা কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, তারা #ফেসবুকআইআরএল স্টোরিজ ফলো করতে পারেন এবং https://www.facebook.com/comedyamin থেকে নিজেদের দক্ষতার আরও বিকাশ ঘটাতে পারেন। একইসাথে, এই সিরিজের ডিজিটাল পাবলিকেশন পার্টনার টাইগার মিডিয়া (কেবলগ্রাম, নাটশেল টুডে ও সোজু টুডে) থেকে পডকাস্টের গুরুত্বপূর্ণ অংশ দেখে নিতে পারেন।

June 2025
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930