• ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

তারেক রহমানের নেতৃত্বে হাসিনার পতন হয়েছে-টিপু

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৫
তারেক রহমানের নেতৃত্বে হাসিনার পতন হয়েছে-টিপু

মেহেদী হাসান রিয়াদ, নাটোর :

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসীবাদী সরকার হাসিনার পতন হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনের নামে আমরা তা বাস্তবায়ন করেছি; বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক এ্যাড. মোঃ তাইফুল ইসলাম টিপু।

শনিবার, ১ ফেব্রুয়ারি নাটোরের লালপুর উপজেলার সালামপুর ঈদগাহ মাঠে আয়োজিত সুধি সমাবেশে এসব মন্তব্য করেন তিনি।

আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ.কে.এম জালাল উদ্দিন মাস্টারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক শ্রী যুক্ত বাবু রঞ্জিত কুমার সরকার।

টিপু বলেন, ৫ মাস চলে গেলেও আমাদের নেতাকর্মীদের নামের মামলা গুলো এখনো প্রত্যাহার করা হয় নাই বরং নতুন নতুন মামলা করা হচ্ছে। আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।

নির্বাচন প্রসঙ্গে টিপু বলেন, আমরা নির্বাচন চাই। আমি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলতে চাই- থানার সকল কনস্টেবল থেকে শুরু করে সব পুলিশ কর্মকর্তা, ইউএনও, ডিসি, সচিব, জজ, ডিআইজি সকলেই হাসিনার সুপারিশে নিয়োগ প্রাপ্ত হয়েছিলো। আপনারা শুধু ডিসি আর এসপিদের ট্রান্সফার করেছেন। আজকে শেখ হাসিনার প্রেতআত্মা সকল সচিব আপনাদের ঘিরে রেখেছে।

তাইফুল ইসলাম টিপু বলেন- নির্বাচন করবেন! ৮ সালের মতো ৩০টা সিট ধরাই দিতে চান? আগে এই জায়গা গুলো সংস্কার করুন। এই সংস্কার সমূহ না হলে আগামী দিনেও সুষ্ঠু ভোট হবে না। আগামী নির্বাচনের জন্য আওয়ামীলীগের প্রেতাত্মারা যে যেখানে আছে সকলকে প্রত্যাহার করতে হবে।
তিনি বলেন- আজকে চেয়ারম্যান মেম্বার, ওসি, এসআই, ইউএনও, এডিসি এরা সকলে মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পুনঃবাসন করার চেষ্টা করছে। তাই আমি সরকার প্রধানকে বলবো- আপনারাও কি এদের পুনঃবাসন করবেন না সংস্কার করে সঠিক লেভেল ফিল্ড সৃষ্টি করবেন?

টিপু বলেন, নাটোর তথা লালপুর-বাগাতিপাড়া এলাকার অনেক উন্নয়ন করেছেন বেগম জিয়া। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে নদী খনন থেকে শুরু করে বেকার সমস্যা সমাধান এবং আমাদের ঐহিত্য চিনি কলকে দেশের শীর্ষ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করা হবে।

সুধি সমাবেশে গোপালপুর পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রানা, লালপুর উপজেলা বিএনপি সাবেক দপ্তর সম্পাদক আমিনুল হক টমি, লালপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ফিরোজ হোসেন মিল্টন, সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকার, গোপালপুর পৌর যুবদল ভারপ্রাপ্ত আহবায়ক আবুল খায়ের, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো মতিউর রহমান, লালপুর উপজেলা ছাত্রদল সদস্য সচিব মঞ্জু আহমেদ রয়েল, সাবেক সাধারণ সম্পাদক নাজির উদ্দিন বাবু সহ বিভিন্ন স্তরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031