আজ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এর অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়েছে।
রূপগঞ্জের মাছুমাবাদ, আতলাশপুর ও হাটাবে অভিযান পরিচালনা করে ০৩টি স্পটের প্রায় ০২ কিলোমিটার এলাকার আনুমানিক ৬০০টি বাড়ির প্রায় ৮০০টি আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এছাড়াও অবৈধ ০৩টি বেকারি ও ০১টি হোটেলের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় ১০০ ফিট এমএস ও ৬০ ফিট হোস পাইপ (প্রায়) উচ্ছেদ করা হয়েছে। অভিযান পরিচালনাকালে বেকারি ও হোটেলের কাউকে না পাওয়ায় কোনোরূপ দণ্ড প্রদান করা যায়নি।
অভিযানকালে তিতাস গ্যাস, নারায়ণগঞ্জ অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।