• ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

‘তিতাসের অভিযান: ১১’শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ‘

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৫
‘তিতাসের অভিযান: ১১’শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ‘

অভিযান ০১:
তিতাস গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে আজ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় মীরেরটেক এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে একটি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়। অভিযানে আরো উপস্থিত ছিলেন তিতাস গ্যাস নারায়ণগঞ্জ অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

দুটি স্পটে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মীরেরটেক আবাসিক এলাকার দুই কিলোমিটার জুড়ে বিস্তৃত ৩০০টি বাড়ির প্রায় ৫০০টি চুলার অবৈধ গ্যাসের লাইন এবং অবৈধ ঢালাই কারখানার ১টি বড় ক্রুসিবল ফার্নেস যার লোড আনুমানিক ১০০০ ঘনফুট/ঘন্টা এর লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।

এসময় ১.৫” ডায়া বিশিষ্ট ৪৮০ ফিট, ২” ডায়া বিশিষ্ট ২০ ফিট এবং ৩/৪” ডায়া বিশিষ্ট ২০০ ফিট এমএস পাইপ উচ্ছেদ এবং অবৈধ বিতরণ লাইনের অংশ এক্সকাভেটরের মাধ্যমে অপসারণ করতঃ জব্দ করা হয়েছে। প্রতিটি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট থেকে কিলিং ও ক্যাপিং করা হয়েছে।

অভিযানে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ; উপজেলা প্রশাসন, সোনারগাঁও ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক সহযোগিতা প্রদান করেছে।

উল্লেখ্য, অভিযান পরিচালনাকালে অভিযুক্ত কাউকে না পাওয়ায় কোনোরূপ দণ্ড প্রদান করা যায়নি।

অভিযান ০২:
আঞ্চলিক বিক্রয় বিভাগ-চন্দ্রা নিয়ন্ত্রণাধীন জোনাল বিক্রয় অফিস-চন্দ্রা এর সার্বিক সহযোগিতায় বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ এর নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে আজ আরো একটা অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে গাজীপুর জেলার কাশিমপুর থানা এলাকাধীন সারদাগঞ্জ এলাকায় ৩টি পয়েন্টে প্রায় ২৫০টি আধাপাকা বাড়ি এবং ২০টি ভবনের মোট ৬০০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও বিভিন্ন উৎসমুখ কিলিং করা হয়েছে। এসময় অবৈধভাবে স্থাপিত ৩/৪, ১ ও ২ ইঞ্চি ব্যাসের মোট ৩৭০ ফুট পাইপ উত্তোলনপূর্বক জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, ৬০০টি চুলার বিপরীতে ঘন্টাপ্রতি লোড ১২,৬০০ ঘনফুট ও দৈনিক গ্যাসের পরিমাণ ১,২০০ ঘনমিটার এবং দৈনিক বিলের পরিমাণ ২১,৬০০ টাকা।

মোবাইল কোর্ট পরিচালনাকালে মালিক পক্ষের কাউকে না পাওয়ায় তাৎক্ষণিক কোনোরূপ দণ্ড আরোপ করা যায়নি। তবে নিয়মিত মামলা দায়ের করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসন, গাজীপুর ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে তিতাস-চন্দ্রা শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, মুন্সীগঞ্জ, নারায়নগঞ্জ, সাভার, টঙ্গী, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে এবং কোম্পানির জনবল দ্বারা অভিযান পরিচালনা করা হচ্ছে।

উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে ১৪ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৪৯টি শিল্প, ৯৪টি বাণিজ্যিক ও ১৮,৮৩৪টি আবাসিকসহ মোট ১৯,০৭৭টি অবৈধ গ্যাস সংযোগ ও ৪৪,৭০০টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। উক্ত অভিযানসমূহে ৯৫ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে ।

February 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728