• ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

তেজগাঁওয়ে তিন দিনব্যাপী বিসিক ঈদমেলা শুরুমঈন মাহমুদ:

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ২৩, ২০২৫
তেজগাঁওয়ে তিন দিনব্যাপী বিসিক ঈদমেলা শুরুমঈন মাহমুদ:


বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর আয়োজনে দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের নিয়ে তিন দিনের বিসিক ঈদ মেলা ২০২৫ শুরু হয়েছে। রোববার (২৩ মার্চ) ঢাকায় তেজগাঁওয়ে বিসিক প্রধান কার্যালয়ে ঈদ মেলা’র উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি মেলার স্টলগুলো ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সাথে কথা বলেন। মেলায় ৩০টি স্টলে রয়েছে বিসিক উদ্যোক্তাদের জামদানি, চামড়াজাত পণ্য, শতরঞ্জি, শীতলপাটি, পাটজাত পণ্য, মণিপুরী শাড়ি, খাদ্যজাত, বাঁশ-বেতজাত ইত্যাদি পণ্যের সমাহার। মেলাটি আগামী ২৫ মার্চ পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালু থাকবে। একইসাথে ‘বাংলাদেশের অর্থনীতিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএম) শিল্পের ভূমিকা: সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান সেমিনার উদ্বোধন করেন। সে সময় উপদেষ্টা বলেন, সরকারের লক্ষ্য উদ্যোক্তা তৈরি করা। আমাদের উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে হবে এবং নতুনদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে। মুক্ত আলোচনায় বিভিন্ন খাতের বিশেষজ্ঞ, উদ্যোক্তা এবং নীতিনির্ধারকরা শিল্পখাতের বর্তমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। বিসিক থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মধু উদ্যোক্তা শেখ নুরুল হুদা মধু শিল্পের প্রসার ও এর দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য ‘মধু বোর্ড গঠনের দাবি করেন। তিনি বলেন, ‘দেশের মধু উৎপাদন ও রপ্তানির সম্ভাবনা অনেক, সঠিক নীতিমালা ও প্রাতিষ্ঠানিক সহায়তা পেলে এটি একটি গুরুত্বপূর্ণ শিল্পে পরিণত হতে পারে। চামড়া শিল্পের উদ্যোক্তা তাহমিনা শাম্মী চামড়া শিল্পের উন্নয়ন ও প্রসারের জন্য বিশ্ব মানের মার্কেটিং কৌশল গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, ‘বাংলাদেশের চামড়াজাত পণ্য আন্তর্জাতিক বাজারে অত্যন্ত প্রতিযোগিতামূলক হতে পারে, যদি সঠিক বিপণন ও নেটওয়ার্কিং নিশ্চিত করা হয়’। বিসিকের মহাব্যবস্থাপক ড. ফরহাদ আহম্মেদ বলেন,‘ বিসিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বিভিন্ন সহায়তা দিচ্ছে, কিন্তু অনেক উদ্যোক্তা তা জানেন না।’ উদ্যোক্তাদের বিসিকের ওয়ান স্টপ সার্ভিস, ঋণ কর্মসূচি ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, বিসিক ভবনের নিচতলায় একটি স্থায়ী প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে, যেখানে দেশীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের পণ্যসমূহ নিয়মিত প্রদর্শন ও বিক্রি করা হবে। তিনি আরও বলেন, বিসিক উদ্যোক্তাদের জন্য ওয়ান স্টপ সার্ভিস, ঋণ কর্মসূচি, উদ্যোক্তা তৈরির কর্মসূচি, এপিআই শিল্প পার্ক, নতুন শিল্প নগরী গঠন ও সম্প্রসারণের পরিকল্পনা, লবণ শিল্প, মধু প্রক্রিয়াকরণ, চামড়া শিল্পের উন্নয়ন এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান বলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য নতুন উদ্যোক্তা তৈরি করা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ঘটানো। একই সাথে তিনি বিসিকের সীমাবদ্ধতা ও দ্রুত সমস্যা সমাধানের কথা বলেন।