• ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

দেশের প্রথম ‘অনলাইন বাণিজ্য মেলা’ শুরু করলো রকমারি

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৫
দেশের প্রথম ‘অনলাইন বাণিজ্য মেলা’ শুরু করলো রকমারি

অনলাইন বই বিক্রির পথিকৃৎ রকমারি.কম শুরু করেছে দেশের প্রথম ‘অনলাইন বাণিজ্য মেলা’। এখন গ্রাহকরা ঘরে বসেই মেলার অফার, সেরা পণ্য এবং আকর্ষণীয় ডিল উপভোগ করতে পারবেন। শনিবার রকমারি.কমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, মেলাটি চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের প্রথম অনলাইন ট্রেড ফেয়ারে এক লাখেরও বেশি দেশি-বিদেশি পণ্যে সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। মেলায় থাকছে ১০০টিরও বেশি বান্ডেল ডিল, ‘একটি কিনলে একটি ফ্রি’ অফার এবং নির্দিষ্ট পণ্যে ফ্রি শিপিং। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইলেকট্রনিক্স, গৃহস্থালি পণ্য, ফ্যাশন এবং বইসহ বিভিন্ন বিভাগে আকর্ষণীয় অফার রয়েছে। এছাড়া প্রতিদিন রিভিউ দেওয়া গ্রাহকদের জন্য থাকছে ৫০০ টাকার বিশেষ গিফট ভাউচার এবং ফ্ল্যাশ সেলের মতো চমক।
এ বিষয়ে রকমারি.কমের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খায়রুল আনাম রনি বলেন, ‘দেশের ই-কমার্স খাতে নতুন দিগন্ত উন্মোচনে আমরা সবসময় উদ্ভাবনী উদ্যোগ নিতে চেষ্টা করি। প্রথমবারের মতো এই অনলাইন ট্রেড ফেয়ার আয়োজনের মাধ্যমে আমরা গ্রাহকদের জন্য সাশ্রয়ী এবং আধুনিক কেনাকাটার সুযোগ তৈরি করেছি’।
তিনি আরও বলেন, ‘আমাদের মেলায় ছয় শতাধিক ব্র্যান্ড রয়েছে, যা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতেও নেই। সেই হিসাবে দেশের সবচেয়ে বড় বাণিজ্য মেলা আমরাই করছি। আমি বিশ্বাস করি রকমারি ইতিহাসের অংশ হয়ে থাকবে। আমাদের লক্ষ্য দেশের মানুষের কেনাকাটার অভ্যাসে অথেনটিক পণ্যর সুযোগ নিশ্চিত করা এবং তার জন্য আমরা কাজ করে চলেছি’।

February 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728