• ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

দেশের সংস্কৃতি বিকাশে সনজিদা খাতুনের অবদান অতুলনীয়- গোলাম মোহাম্মদ কাদের

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ২৫, ২০২৫
দেশের সংস্কৃতি বিকাশে সনজিদা খাতুনের অবদান অতুলনীয়- গোলাম মোহাম্মদ কাদের


ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি, সংস্কৃতিকজন, রবীন্দ্র গবেষক ও সঙ্গীতজ্ঞ সনজিদা খাতুন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ এক শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। একইসাথে শোক সন্তপ্ত পরিবার ও ভক্ত অনুরাগীদের প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি।

শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, দেশের সংস্কৃতি বিকাশে সনজিদা খাতুনের অবদান অতুলনীয়। ছায়ানট ও রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ এর অন্যতম প্রতিষ্ঠাতা সনজিদা খাতুন আমৃত্যু সংস্কৃতির সেবায় নিয়োজিত ছিলেন। সনজিদা খাতুনের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে যে শূণ্যতা সৃষ্টি হয়েছে তা সহসাই পূরণ হবার নয়। তিনি আজীবন বেঁচে থাকবেন তার কর্মের মাঝে।

ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি, সংস্কৃতিকজন, রবীন্দ্র গবেষক ও সঙ্গীতজ্ঞ সনজিদা খাতুন এর মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু, জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদের এবং জাতীয় সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ।