• ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে রমজান, ১৪৪৬ হিজরি

দেশের সার্বিক উন্নয়ন এখন সারা বিশ্বে প্রশংসিত : পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০১৯
দেশের সার্বিক উন্নয়ন এখন সারা বিশ্বে প্রশংসিত : পরিকল্পনামন্ত্রী

মোঃ সানজিদ মুন্না :: দেশের উন্নয়ন অগ্রগতি সারা বিশ্বে এখন প্রশংসিত বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি কর্তৃক ৩ কোটি ২৬ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে সড়ক ও বাজার উন্নয়নের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী তার বক্তব্যে জগন্নাথপুরসহ জেলাব্যাপী উন্নয়নের কথা তুলে ধরে বলেন, ১৫০ কোটি টাকা ব্যয়ে রানীগঞ্জ কুশিয়ারা সেতুর নির্মাণ কাজ আগামী বছর শেষ হবে বলে আশ্বাস ব্যক্ত করেন। এছাড়া জগন্নাথপুর-বিশ্বনাথ সড়ক নির্মাণে ইতিমধ্যে ৩৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

মন্ত্রী তার বক্তব্যে দেশের সার্বিক উন্নয়নের জন্য সবাইকে দলমত নির্বিশেষে কাজ করার আহবান জানিয়েছেন।

হাকালুকিডটনেট/মুন্না/৪সেপ্টেম্বর


March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031