• ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে এ আই অলিম্পিয়াড ২০২৫

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৫
দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে এ আই অলিম্পিয়াড ২০২৫

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও দীপ্তি’র আয়োজনে আগামী ১২ই এপ্রিল
দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে এ আই অলিম্পিয়াড ২০২৫

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইন্সটিটিউটের (দীপ্তি) যৌথ উদ্যোগে আগামী ১২ ই এপ্রিল ধানমন্ডির ড্যাফোডিল প্লাজায় দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছ্ ”এ আই অলিম্পিয়াড ২০২৫”। অলিম্পিয়াড আয়োজন এবং এর বিশেষত্ব নিয়ে আজ ১৮ ফেব্রুয়ারি ২০২৫ (মঙ্গলবার) রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে আয়োজিত “মিট দ্যা প্রেস” অনুষ্ঠানে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রতিযোগিতার নানা দিক তুলে ধরেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসেন। “মিট দ্যা প্রেস” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান। সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশানাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. নাদির বিন আলী। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান। সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশানাল ইউনিভার্সিটির প্রক্টর ও মাল্টিমিডিয়া ও ক্রিয়েটিভ টেকনোলজি পডপার্টমেন্টের অধ্যাপক ড. শেখ মোঃ আল্ল্যাইয়ার, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইন্সটিটিউটের (দীপ্তি) নির্বাহী পরিচালক ও এ আই অলিম্পিয়াড ২০২৫ এর আহ্বায়ক জনাব রথীন্দ্রনাথ দাস।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ এখন চতুর্থ শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশের তরুণ প্রজন্মকে এই প্রযুক্তির সাথে পরিচিত করা এবং তাদের দক্ষতা বাড়ানো, ভবিষ্যৎ এআই নেতাদের গড়ে তোলা, এআই শিক্ষার ঘাটতি পূরন করা, নতুন এআই ভিত্তিক উদ্ভাবন উৎসাহিত করা এবং বাংলাদেশকে বিশ্ব এআই প্রতিযোগিতায় এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইন্সটিটিউট (দীপ্তি) দেশে প্রথমবারের মত ”এ আই অলিম্পিয়াড ২০২৫” আয়োজন করতে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয় এই প্রতিযোগিতা তিনটি স্তরে অনুষ্ঠিত হবেঃ
১. প্রাথমিক স্তর: স্কুল শিক্ষার্থীরা যারা এআই সম্পর্কে জানতে চায়।
২. মাধ্যমিক স্তর:এইচ এসসি এবং ডিপ্লোমা শিক্ষার্থীরা যারা এআই সম্পর্কে মৌলিক জ্ঞান রাখে।
৩. উচ্চতর স্তর: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, গবেষক এবং পেশাদাররা যারা এআই-তে বিশেষজ্ঞ হতে চায়।
আয়োজকরা জানান, এআই অলিম্পিয়াড হবে একটি সর্বজনীন প্রতিযোগিতা, যেখানে থাকবে- প্রজেক্ট উপস্থাপনা যেখানে এআই ভিত্তিক সমাধান প্রদর্শন করা হবে। থাকবে বিশেষজ্ঞ প্যানেল আলোচনা যেখানে এআই শিল্প নেতারা অংশগ্রহণ করবেন এবং আরো থাকবে প্রশিক্ষণ কর্মশালা যা এআই এর সর্বশেষ প্রযুক্তি শেখাবে। এছাড়া সেরা এআই উদ্ভাবকদের জন্য থাকবে পুরস্কার ও স্কলারশিপ।

অলিম্পিয়াডের নিবন্ধন শুরু হবে ২০ শে ফ্রেবুয়ারি থেকে এবং চলবে ১৫ই মার্চ পর্যন্ত। অলিম্পিয়াডের অ্যাসেসমেন্ট চলবে ১৬-২৫ মার্চ পর্যন্ত এবং এআই অলিম্পিয়াডের গ্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ১২ এপ্রিল ২০২৫।
ক্যাপশনঃ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইন্সটিটিউটের (দীপ্তি) যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মত অনুষ্ঠিতব্য ”এ আই অলিম্পিয়াড ২০২৫” উপলক্ষ্যে আয়োজিত “মিট দ্যা প্রেস” অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান। পাশে রয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসেন, প্রক্টর অধ্যাপক ড. শেখ মোঃ আল্ল্যাইয়ার, রেজিষ্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলী ও ”এ আই অলিম্পিয়াড ২০২৫” এর আহŸায়ক জনাব রথীন্দ্রনাথ দাস।

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031