• ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

দেশে ফিরলেন প্রবাসী বিএনপি নেতা শহীদুজ্জামান কাকন

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৫
দেশে ফিরলেন প্রবাসী বিএনপি নেতা শহীদুজ্জামান কাকন


দীর্ঘদিন বিদেশে থাকার পর সোমবার (৩ ফেব্রুয়ারি) দেশে ফিরে এসেছেন বিএনপির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক উপদেষ্টা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শহীদুজ্জামান কাকন। সকাল সাড়ে দশটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মীরা তাঁকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানায়।
দীর্ঘদিন বিদেশে অবস্থান করেও তিনি দেশের রাজনীতির সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি বিদেশে বসেই দেশে নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়ে আন্দোলনকে ত্বরান্বিত করার কাজে নিয়োজিত ছিলেন। দেশের মানুষের কথা ভুলতে পারেননি। সর্বদা তিনি নেতাকর্মীদের খোঁজ খবর নিয়েছেন। বিপদ আপদে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন, যদি দল আমাকে এমপি নির্বাচনের জন্য মনোনীত করে তাহলে নেতাকর্মীদের নিয়ে বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, বর্তমান সরকার ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আপনারা অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটান। দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনুন।
এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন- মো. শহিদুল ইসলাম সেলিম, আবুল বাশার, মো. সাদিকুর রহমান, মোহাম্মদ রফিকুল আলম, মো. আলমগীর হোসেন, মো. জাহাঙ্গীর আলম এখলাসসহ শত শত নেতাকর্মী।

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031