• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা উচিত : মোঃ শাহাব উদ্দিন

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৮, ২০১৯
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা উচিত : মোঃ শাহাব উদ্দিন

আজ ২৮ জুলাই জাতীয় প্রেস ক্লাবে তালামিযে ইসলামিয়া ঢাকা কর্তৃক আয়োজিত “নৈতিকতার অবক্ষয় রোধে ইসলামের ভুমিকা” শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ শাহাব উদ্দিন এমপি বলেন “বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে সবার দায়িত্বশীল হওয়া উচিত। নৈতিক অবক্ষয়ের কারণে দেশের মানুষের মনে পরিবর্তন ঘটে। অশিক্ষা কুশিক্ষার ফলে মানুষ দিন দিন বিপথগামী হয়ে পড়ছে। ইসলামিক জ্ঞান ও মূল্যবোধ আমাদের এসব থেকে মুক্তি দিতে পারে”

নৈতিক অবক্ষয় রোধে ইসলামি মূল্যবোধের বিকল্প নেই বলে মন্ত্রী উল্লেখ করেন। সঠিক ইসলামি শিক্ষা পরিবার ও সমাজ গঠনে ভুমিকা রাখে। উক্ত সেমিনারে বক্তব্য রাখেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়ার প্রধান মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলি। এছাড়া গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন দেশের বরেণ্য ইসলামি চিন্তাবিদ্গন।