• ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

নরসিংদী আদালত প্রাঙ্গনে ম্যুরাল ভাংচুর,গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতাদের ওপর হামলা

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৫
নরসিংদী আদালত প্রাঙ্গনে ম্যুরাল ভাংচুর,গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতাদের ওপর হামলা

মো.এমরুল ইসলাম,নরসিংদীঃ

নরসিংদী আদালত প্রাঙ্গনে শেখ মুজিবের ম্যুরাল ভাংচুর করেছে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। এ সময় আদালতে আনা আসামী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাদের উপর হামলা ও বিক্ষোভ মিছিল করা হয়।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি)দুপুরে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে এসব ঘটনা ঘটে।

সরেজমিন গিয়ে দেখা যায়, গত ৩ ফেব্রুয়ারি সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার হওয়া জেলার বিভিন্ন উপজেলার ১০ ছাত্রলীগ নেতার রিমান্ড শুনানিকে কেন্দ্র করে সকাল হতে আদালত প্রাঙ্গনে জড়ো হন বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। এসময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান এবং আদালতে প্রবেশ করানোর সময় আসামী কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মীদের পুলিশের বাঁধা উপেক্ষা করে মারধর করা হয়। পরে আদালত প্রাঙ্গনে থাকা ৫ আগস্টের পর আংশিক ভাংচুর হওয়া শেখ মুজিবের ম্যুরালটি আবারও ভাংচুর করা হয়।

পরে আসামী ছাত্রলীগ নেতাদের দ্রুত আদালতের হাজতখানায় নেয়া হয়। আদালত প্রাঙ্গণে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা । পরে দুপুর দেড়টার দিকে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার হওয়া ১০ ছাত্রলীগ নেতাকে নরসিংদীর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজি এর আদালতে তোলা হয়। এসময় পুলিশের আবেদনের প্রেক্ষিতে আসামীদের ৭দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

নরসিংদী আদালতের পুলিশ পরিদর্শক খন্দকার জাকির হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে ঢুকানোর সময় আগে থেকেই অবস্থান নেয়া ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দেয় এবং আসামীদের ওপর হামলার চেষ্টা করলেও পুলিশী নিরাপত্তায় পারেনি। বিজ্ঞ আদালত আসামীদের ৭দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031