• ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

‘নারায়ণগঞ্জে তিতাসের অভিযান: ৮০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, দুই লক্ষ টাকা জরিমানা আদায়

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৫
‘নারায়ণগঞ্জে তিতাসের অভিযান: ৮০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, দুই লক্ষ টাকা জরিমানা আদায়

রাষ্ট্রীয় সম্পদ গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নে আজ নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোনিতা দাস-এর নেতৃত্বে ও তিতাস গ্যাসের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে মোবাইল কোর্টের মাধ্যমে মিজমিজি এলাকায় দিনব্যাপী একটি অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে ৪টি কয়েল তৈরির কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং অবৈধভাবে গ্যাস সংযোগের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে কারখানা মালিকদের তাৎক্ষণিক অর্থদণ্ড প্রদান করা হয়।

এসময় সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া মতিন সড়কের মুদি কয়েল ফ্যাক্টরিতে অভিযান পরিচালনকালে তিনটি অবৈধ সোর্স পয়েন্ট কেটে কিলিং করা হয় এবং মালিকপক্ষকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এক লক্ষ টাকা জরিমানা করেন।

একইভাবে ধনু হাজি রোড মসজিদ গলিতে নাজ কিং ও আসমানি সুপার গোল্ড নামক কয়েল কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ কারখানায়ও অবৈধ গ্যাস সংযোগ পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কারখানা মালিককে এক লক্ষ টাকা জরিমানা করেন।

একই রোডে অবস্থিত ব্ল্যাক কিলার কোয়েল ফ্যাক্টরি নামক প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ১/২” ব্যাসের ৫০ ফিট, ৩/৪” ব্যাসের ৩০ ফিট ও ১০০ ফিট লম্বা হোস পাইপ জব্দ করা হয়েছে।

মিজমিজি উত্তরপাড়া মতিন সড়কের DK Marketing & Trading নামক একটি কয়েল কারখানায় অভিযান পরিচালনা করে কোনো গ্যাসের সংযোগ পাওয়া যায়নি।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে আজ সোনারগাঁও-এর মিরেরটেক ও হাতুড়িপাড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অপর একটি অভিযান পরিচালনা করা হয়েছে।

মোবাইল কোর্টের মাধ্যমে পরিচালিত এ অভিযানে মিরেরটেক এলাকায় ০২টি এবং হাতুড়াপাড়ায় ০২টি স্পটে ২” ডায়া বিশিষ্ট ০২ টি এবং ০২ টি ১” ডায়া বিশিষ্ট অবৈধ সংযোগ উচ্ছেদ করা হয়েছে।

অভিযানে চারটি স্পটে প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্যের বিতরণ লাইন ও ৩০০টি বাড়ির ৮০০টি অবৈধ আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ২” ডায়া বিশিষ্ট ৩০ ফুট, ১” ডায়া বিশিষ্ট ৭০ ফুট এমএস পাইপের সম্পূর্ণ অংশ এক্সকাভেটরের মাধ্যমে অপসারণ করে জব্দ করা হয়েছে এবং প্রতিটি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট হতে কিলিং ও ক্যাপিং করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করে।

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031