১০ মে শনিবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ আলী আহম্মদ চুনকা নগর মিলায়তনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টির) নারায়ণগঞ্জ জেলা কমিটির কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আমার বাংলাদেশ এবি পার্টির ঢাকা বিভাগীয় কমিটির সহ -সাংগঠনিক সম্পাদক ও নারায়গণঞ্জ জেলা আহ্বায়ক শাহ্জাহান বেপারী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টির)চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এবি পার্টি একটি রাজনীতিক দল, ২ মে ২০২০ইং সালে দলটি প্রতিষ্ঠিত হয়। নাগরিকের সমস্যা সমাধানের রাজনীতি করে এবি পার্টি” তিনি আরো বলেন, “বাংলাদেশ রাজনৈতিক দলগুলো রাজনীতি করে যেমন বিএনপি জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে চায়, আওয়ামী লীগ মুজিব আদর্শ বাস্তবায়ন করতে চায়, জামায়াতে ইসলাম ইসলামি আইন বাস্তবায়ন করতে চায়, আর আমাদের এবি পার্টি নাগরিকদের সমস্যা সমাধান বাস্তবায়ন করতে চায়। আমার এবি পার্টি একটি গণতান্ত্রিক রাজনীতি দল।”
আমাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের এবি পার্টি কাজ করে। নারায়ণগঞ্জ জেলা এবি পার্টির অধ্যক্ষ আরিফ হোসেন ও আবু শাহাদাত এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এবি পার্টির নারায়ণগঞ্জ জেলার সম্মনয়ক শরীফ হোসেন। নুরুজ্জামান এবি পার্টির জেলা সমন্বয়ক, বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবু বক্কর সাজু, ফতুল্লা থানা সংগঠক ফেরদৌসী আক্তার রেহানা, নারায়ণগঞ্জ সদর সংগঠক গোলাম সামদানী রুমেল,মোঃ টিপু সুলতান, বন্দর থানা সংগঠক ইকবাল হোসেন, ফতুল্লা থানা সংগঠক শাকিল শাহজালাল খান, নূর হোসেন, নুরুজ্জামান, ফারুক মিয়া, নাসিমা বেগম প্রমুখ।