• ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

নিটোর প্রশাসনের অবহেলা ও শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে অবস্থান কর্মসূচি

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ১৯, ২০২৫
নিটোর প্রশাসনের অবহেলা ও শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে অবস্থান কর্মসূচি

ইন্টার্ন ফিজিওথেরাপিস্টদের ইন্টার্ন ভাতা আদায়ে, শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত তারা পরিচালকের কার্যালয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে। পরিচালক মহোদয় মন্ত্রণালয়ে থাকার দরুন, যুগ্ম পরিচালক, একাডেমিক পরিচালক, ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকজন সহ অত্র হাসপাতালের উর্ধ্বতন সকলে উপস্থিত ছিলেন। তারা বলেছেন পরিচালক স্যারের অনুপস্থিতিতে এই বৈঠকটা আনঅফিসিয়াল। তোমাদের দাবীর প্রতি আমরা সহানুভূতিশীল। আমরা এটা নিয়ে পরিচালক স্যারের সাথে কথা বলবো। শিক্ষার্থী প্রতিনিধিদের একজন বলেছেন, ” স্যার, আজ পর্যন্ত সকলেই বলেছে তোমাদের দাবি যৌক্তিক, কিন্তু কেউই আমাদের এই অধিকারগুলো আদায়ে সাহায্য করেনি, এমনকি আমাদের পরিচালক স্যারও সময় চেয়েছেন, কিন্তু বিগত পাচ-ছয় মাসে কোনো অগ্রগতি আসেনি। শিক্ষার্থীদের এই ন্যায্য অধিকার নিয়ে স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য সেবা অধিদপ্তরে ৮ মাস শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করেছে, কিন্তু সর্বশেষ চিকিৎসা শিক্ষার পরিচালক মহিউদ্দিন মাতাব্বর স্যার বলেছেন, তোমাদের ভর্তি পরীক্ষাও আমরা নেই না, ভর্তিও আমরা করাই না। নিটোর প্রশাসন করে, তোমরা তাদের কাছে চাও।

ছাত্রীদেরকে দিনের পর দিন এভাবে শুধু ঘোরানোই হচ্ছে, মাসের পর মাস চলে যাচ্ছে, কেউ এসব মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে না।

এজন্য শিক্ষার্থীরা বাধ্য হয়ে, পরিচালকের কার্যালয়ে অবস্থান কর্মসূচিতে নেমেছে। যতক্ষণ না পর্যন্ত তাদের intern ভাতা দেওয়া হবে, তারা এখানেই অবস্থান করবে। এখানে সবাই সবার অধিকারের জন্য এসেছে, এরা আগামীকাল আসবে, পরশুদিন আসবে, তারপরেও আসবে। অধিকার আদায়ের আগ পর্যন্ত কেউ এখান থেকে যাবে না।

June 2025
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930