জাকারিয়া মাহবুব :: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলকে ২-২ গোলে রুখে দিয়েছে কলম্বিয়া। প্রথমে এগিয়ে গিয়েও ম্যাচটা জিততে পারেনি সেলেসাওরা। মিয়ামিতে ম্যাচের ম্যাচের ১৯ মিনিটের সময় নেইমারের এসিস্টে গোল করেন মিডফিল্ডার ক্যাসিমিরো। ১ গোলে পিছিয়ে তেড়েফুঁড়ে আক্রমনে যায় কলম্বিয়া।
ম্যাচের ২৫ মিনিটে লুইস মুরিয়েলের পেনাল্টি গোলে ১-১ সমতায় ফেরে কলম্বিয়া। এর খানিক পরে আবারো গোল করে দলকে ২-১ গোলে এগিয়ে নেন লুইস মুরিয়েল। প্রথমার্ধে আর কোন গোল না হওয়ায় এগিয়ে থেকে বিরতিতে যায় কলম্বিয়া। দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে দানি আলভেসের এসিস্টে গোল করে ব্রাজিলকে ২-২ সমতায় ফেরান সদ্য ইঞ্জুরি থেকে ফেরা নেইমার। ম্যাচের বাকি সময় আক্রমণ-প্রতি আক্রমণ হলেও কোন দলই গোলের দেখা পায়নি। মিয়ামিতে ব্রাজিল সমর্থকদের হতাশ করেছে তাদের ডিফেন্ডাররা। ব্রাজিল মিস করেছে তাদের নাম্বার ওয়ান গোলকিপার এলিসনকে!