• ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জিলহজ, ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে সিগনেচার ব্র্যান্ড এবং ক্যাফে সহ আড়ং এর ৩০তম আউটলেট উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৫
নোয়াখালীতে সিগনেচার ব্র্যান্ড এবং ক্যাফে সহ আড়ং এর ৩০তম আউটলেট উদ্বোধন

দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং নোয়াখালীতে তাদের নতুন আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করতে পেরে গর্বিত। ৮২৬, প্রধান সড়ক, নাপিতের পুল, মাইজদী এলাকায় অবস্থিত এই বিশাল আউটলেটটি ২২ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে উদ্বোধন করা হয় এবং এটি ঈদ-উল-ফিতর উপলক্ষে ক্রেতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

চারতলা বিশিষ্ট ১৫,০০০ বর্গফুটের এই আউটলেটটি আড়ং-এর সকল পণ্য ও সেবার সমন্বয়ে একটি সম্পূর্ণ শপিং অভিজ্ঞতা প্রদান করবে। এখানে ক্রেতারা আড়ং-এর বিভিন্ন ব্র্যান্ডসমূহ যেমন তাগা, তাগা ম্যান, আড়ং আর্থ এবং গ্রাসরুটস ক্যাফে উপভোগ করতে পারবেন, যা পোশাক, গৃহসজ্জা, গহনা এবং স্কিনকেয়ারের জন্য একটি পূর্ণাঙ্গ গন্তব্য হিসেবে কাজ করবে।

“আমরা নোয়াখালীতে আমাদের উপস্থিতি নিশ্চিত করতে পেরে আনন্দিত এবং এই অঞ্চলের মানুষের আরও কাছাকাছি আড়ং-এর অভিজ্ঞতা পৌঁছে দিতে পেরে গর্বিত। এই নতুন আউটলেটটি গ্রাহকদের জন্য অসংখ্য পণ্যের সংগ্রহ নিয়ে এসেছে, যা বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিচ্ছবি। আমরা সবাইকে আমাদের এই নতুন শোরুমে স্বাগত জানাতে উন্মুখ” বলেন তামারা আবেদ, ব্যবস্থাপনা পরিচালক, ব্র্যাক এন্টারপ্রাইজ।

আড়ং, বাংলাদেশে বৈচিত্র্যময় হস্তশিল্পকে এক ছাদের নিচে ঐক্যবদ্ধ করেছে এবং নোয়াখালী আউটলেটটি দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রচারের পথে আরেকটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

আড়ং প্রতিষ্ঠিত হয় ১৯৭৮ সালে। এটি ব্র্যাকের একটি সামাজিক উদ্যোগ, যা বিশ্বের অন্যতম বৃহৎ উন্নয়ন সংস্থা হিসেবে পরিচিত। গত চার দশক ধরে আড়ং বাংলাদেশের হস্তশিল্প প্রচারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং দেশীয় ঐতিহ্যবাহী দক্ষতা সংরক্ষণে কাজ করছে। বর্তমানে, আড়ং বাংলাদেশের বিভিন্ন স্থানে একাধিক আউটলেট পরিচালনা করছে যেখানে পোশাক, গহনা, গৃহসজ্জা এবং হস্তশিল্প পণ্য পাওয়া যায়।

June 2025
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930