সিরাজুল ইসলাম :: মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশের বিট পুলিশিং কার্যক্রম এর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার (৪ ঠা অক্টোবর) বিকাল ৫ টায় উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের বাছিরপুর বাজারে ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাশ এর সভাপতিত্বে এসআই জাহাঙ্গীর আলমের সন্ঞ্চালনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী থানার অফিসার ইনচার্জ সন্ঞ্জয় চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) আমিনুল ইসলাম, বিআরডিবি’র চেয়ারম্যান মোঃ আব্দুস ছালাম, ইউপি সদস্য আমির হোসেন, আওয়ামীলীগনেতা পল্লী চিকিৎসক আব্দুল কাইয়ুম সহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ। প্রধান অতিথি ওসি সন্ঞ্জয় চক্রবর্তী তার বক্তব্যে বলেন আমরা মানবিক পুলিশ হতে চাই। এতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। সমাজে যেকোন ধরনের অপরাধ দমন করতে হলে সাধারণ মানুষ অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আপনারা বিশেষ করে মাদক, জুয়া বন্ধ করতে সহযোগিতা করেন। একদিন এ দেশ থেকে মাদক সহ সকল ধরনের অপরাধ নির্মূল হয়ে যাবে। পুলিশ জনগনের বন্ধু হিসেবে কাজ করে মানবিক পুলিশ হতে আপনাদের সহযোগিতা কামনা করি।