• ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে রমজান, ১৪৪৬ হিজরি

পার্বত্য জেলা পরিষদের সদস্যদের সেবার মনোভাব ও সুষ্ঠুভাবে প্রশাসন চালানোর মানসিকতা থাকতে হবে— পার্বত্য উপদেষ্টা

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৫
পার্বত্য জেলা পরিষদের সদস্যদের সেবার মনোভাব ও সুষ্ঠুভাবে প্রশাসন চালানোর মানসিকতা থাকতে হবে— পার্বত্য উপদেষ্টা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশে বলেছেন, আপনাদের মাঝে ভালো বোঝাপড়া করে এলাকার উন্নয়নে কাজ করতে হবে। আপনাদের এই ১৫ জনের মধ্যে খাগড়াছড়ির মানুষদের সেবা প্রদান ও সুষ্ঠুভাবে প্রশাসন চালানোর মানসিকতা থাকতে হবে। উপদেষ্টা বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা অব্যবস্থাপনা বরদাস্ত করা হবে না।

আজ দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা এবং জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা (অনূর্ধ্ব ১৭) ২০২৫ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে খাগড়াছড়ি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেছেন, পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ পরিচালনার‌ যাবতীয় আইন-বিধি আপনাদের ভালোভাবে আত্মস্থ করতে হবে। উপদেষ্টা বলেন, আপনারা সুসংবদ্ধ থাকলে আপনাদের উন্নয়ন কাজ ত্বরান্বিত হবে। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে আমাদের কৃষি ও অর্থকরী ফসল উৎপাদনে সক্ষম হতে হবে। আমাদের স্বাবলম্বী হতে এখনই বাঁশ চাষ করা দরকার। এছাড়া প্রয়োজনীয় কৃষি যন্ত্রপাতি সংগ্রহ করে রাখুন। পশুপালন কর্মসূচি, ফিশারিজ, মা ও শিশু স্বাস্থ্য, মহিলাদের জন্য অধিক কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। মনে রাখবেন পার্বত্য চট্টগ্রামে কোনো বেকার থাকবে না।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, আমরা খাগড়াছড়ির পাড়াবাসী মানুষের জন্য ছাত্রাবাস, শিশু সদন, হোস্টেল নির্মাণসহ ইঞ্জিনিয়ারিং কলেজ, নার্সিং কলেজ স্থাপন করতে চাই।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এসময় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বিভাগীয় পর্যায়ে খাগড়াছড়ি জেলার বিজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা জানান।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, খাগড়াছড়ি জেলার ছাত্র ছাত্রীদের খেলাধুলার সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের পাহাড়ি বাঙালিদের মধ্যে সেরাদের সেরা হওয়ার জন্য সবাইকে ফুটবল ও ক্রিকেট খেলায় কঠোর অনুশীলন করতে হবে। উপদেষ্টা আরও বলেন, তোমাদেরকে বিভাগ থেকে ক্রমশ জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদ এর মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (উপদেষ্টার সহকারী একান্ত সচিব) শুভাশিস চাকমা ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031