• ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

পুলিশের হাতে থাকবে না মারণাস্ত্র ও র‌্যাব পুনর্গঠনে পাঁচ সদস্যের কমিটি গঠন- স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ১২, ২০২৫
পুলিশের হাতে থাকবে না মারণাস্ত্র ও র‌্যাব পুনর্গঠনে পাঁচ সদস্যের কমিটি গঠন- স্বরাষ্ট্র উপদেষ্টা

আর্মড পুলিশ ব্যতীত অন্য পুলিশের হাতে থাকবে না মারণাস্ত্র এবং র‌্যাব পুনর্গঠনে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা আজ বিকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির নবম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, পুলিশ বাহিনীকে আর কোনো মারণাস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) হাতে থাকবে। তাছাড়া র‌্যাব পুনর্গঠনে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী (উপদেষ্টার পদমর্যাদা) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে।

লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, ঈদে গরুর হাটকে কেন্দ্র করে রাস্তায় যানজট কমাতে হাইওয়ে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। গরুভর্তি ট্রাক যেন রাস্তায় যানজট সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে, সে বিষয়েও নির্দেশনা দেয়া হয়েছে। উপদেষ্টা বলেন, ঈদে গরুর হাটে ছিনতাই, চাঁদাবাজি ও মলম পার্টির দৌরাত্ম্য সৃষ্টি হয়। এটিকে শক্তভাবে দমন করার জন্য প্রতি হাটে একশ’ করে আনসার সদস্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। বৈঠকে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস ঈদের আগে নির্দিষ্ট সময়ে পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়।

সংবাদ ব্রিফিংয়ে বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, গত ৭-৮ মে ২০২ জন বাংলাদেশীকে বিএসএফ বিভিন্ন স্থানে পুশ ইন করে, যারা ২-৩ বছর অথবা ১৫-২০ বছর আগে ভারতে গিয়েছিল। পরে উপদেষ্টার সঙ্গে বৈঠক করে পুলিশ ও এসবির মাধ্যমে ভেরিফিকেশন করে তাদের নিজ নিজ এলাকায় পাঠানোর চেষ্টা চলছে। এদের মধ্যে ৩৯ জন রোহিঙ্গাকে পাওয়া গেছে। তাদেরকে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

June 2025
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930