প্রধানমন্ত্রীর ‘জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার’ পেলেন জুড়ীর এম এ সালাম
প্রধানমন্ত্রীর ‘জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার’ পেলেন জুড়ীর এম এ সালাম
নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৪, ২০১৯
জুড়ী উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড BRDB চেয়ারম্যান জনাব এমএ সালাম ‘প্রধানমন্ত্রীর জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার ২০১৮’ এ ব্যাক্তিগত বৃক্ষরোপণ শ্রেণীতে সিলেট বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকারী হিসেবে এ পুরস্কার গ্রহন করেছেন।
শনিবার ৩ আগস্ট আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট বন বিভাগ কর্তৃক আয়োজিত বৃক্ষ মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, পিএএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব পরিতোষ ঘোষ, পুলিশ সুপার জনাব ফরিদ উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন বন বিভাগের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রসাশক কাজী এমদাদুল ইসলাম।