• ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ ফাইন্যান্সের বিশেষ আর্থিক সেবা প্ল্যাটফর্ম বীর

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ৫, ২০২৫
প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ ফাইন্যান্সের বিশেষ আর্থিক সেবা প্ল্যাটফর্ম বীর

বাংলাদেশ ফাইন্যান্স আনুষ্ঠানিকভাবে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ আর্থিক সেবা প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ ফাইন্যান্স বীর চালু করেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা পাবেন বিশেষ সঞ্চয় বিনিয়োগ সুবিধা, যা কনভেনশনাল ও শরিয়াহ ভিত্তিক উভয় মডেলে গ্রহণ করা যাবে। এছাড়াও, গ্রাহক ও তাদের পরিবারের সদস্যদের জন্য হোম লোন, এসএমই লোন, নারী উদ্যোক্তা ঋণ এবং কৃষি ঋণ গ্রহণের সুযোগ থাকবে।

বাংলাদেশ ফাইন্যান্স বীর-এর বিশেষ সুবিধার মধ্যে রয়েছে সারা দেশ থেকে বিমানবন্দর পিকআপ ও ড্রপ-অফ পরিষেবা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাউঞ্জ অ্যাক্সেস ও মিট-অ্যান্ড-ব্রিট পরিষেবা, এবং স্বাস্থ্য ও জীবন বীমা কভারেজ।

আজ বুধবার ৫ মার্চ ২০২৫ তারিখে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ERF)-এ আয়োজিত এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এই প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ কায়সার হামিদ এবং প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া, দেশবরেণ্য সাংবাদিকগণ ও ERF-এর সভাপতি দৌলত আক্তার মালা এবং সাধারণ সম্পাদক আবুল কাশেম এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোঃ কায়সার হামিদ বলেন, “প্রবাসী বাংলাদেশিরা তাদের মূল্যবান রেমিট্যান্স ও বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাংলাদেশ ফাইন্যান্স বীর হলো তাদের এই অবদানের প্রতি আমাদের সম্মান ও কৃতজ্ঞতার প্রকাশ, যা তাদের অনন্য প্রয়োজন অনুযায়ী বিশেষায়িত আর্থিক সেবা প্রদান করবে।”

বাংলাদেশ ফাইন্যান্স প্রবাসীদের জন্য নিরাপদ বিনিয়োগ, আর্থিক অন্তর্ভুক্তি এবং সর্বোচ্চ সেবার নিশ্চয়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘বাংলাদেশ ফাইন্যান্স বীর’-এর মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রবাসীদের বিনিয়োগকে আরও সুবিধাজনক, সুরক্ষিত ও লাভজনক করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সর্বোপরি দেশের অর্থনৈতিক উন্নয়নই বাংলাদেশ ফাইন্যান্সের লক্ষ্য।

June 2025
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930