• ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জিলহজ, ১৪৪৬ হিজরি

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্রের চার্জ দ্যা অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ইউএসএইডএর আরো সহযোগিতা কামনা উপদেষ্টার

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৪
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্রের চার্জ দ্যা অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ইউএসএইডএর আরো সহযোগিতা কামনা উপদেষ্টার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার এর সাথে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্যা অ্যাফেয়ার্স হেলেন লাফেভ (HELEN LAFAVE) আজ বাংলাদেশ সচিবালয়স্থ উপদেষ্টার দপ্তরে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশিষ্ট দ্বিপাক্ষিক বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা ইউএসএইড এর সহায়তায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সবাই মিলে শিখি’ এবং ‘এসো শিখি’ প্রকল্পের কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ‘সবাই মিলে শিখি’ প্রকল্পের একীভূত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে মাস্টার ট্রেইনার ও শিক্ষকদের প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন। বিশেষ করে ইংরেজি ভাষা শিক্ষার উপর ট্রেনিং এর বিষয়ে জোর দেন। তিনি ‘এসো শিখি’ প্রকল্পে দুর্যোগ মোকাবেলায় করণীয় এবং স্যানিটাইজেশন ও মোটিভেশনাল প্রোগ্রামের বিষয়ে ইউএসএইড এর আরো সহযোগিতা কামনা করেন। উপদেষ্টা এসব প্রকল্প ছাড়াও শিক্ষার্থীদের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্র্তৃক ভবিষ্যতে গৃহীতব্য বিভিন্ন প্রকল্পে ইউএসএইড এর আরো সহযোগিতা চান।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইউএসএইড এর সহায়তায় বাংলাদেশে ‘সবাই মিলে শিখি’ প্রকল্পের আওতায় দেশের ১১ জেলায় ৩৬টি উপজেলার ৫,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাস্টার ট্রেইনার ও শিক্ষক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এ প্রকল্পের মেয়াদ মে ২০২২ থেকে এপ্রিল ২০২৭ পর্যন্ত। ইউএসএইড এর আরেকটি প্রকল্প ‘এসো শিখি’ যার মেয়াদ ২০২১ থেকে ২০২৬ পর্যন্ত। এ প্রকল্পের এলাকা হলো দেশের আটটি বিভাগের ১৫ জেলার ৮১টি উপজেলাধীন ১০,০৪৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ প্রকল্পের প্রধান কাজ দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী ক্ষতিগ্রস্থ বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা।

June 2025
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930