ফিলিপাইনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬২২ জন। আর ২০১৯ সালে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় দেড় লক্ষাধিক। ফিলিপাইন এর সাস্থ্য মন্ত্রনালয় গত ২০ জুলাই এ সমস্যাকে জাতীয় মহামারি বলে উল্লেখ করে।
স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিস ডুক সাস্থ্য অধিদফতরের বরাত দিয়ে বলেন গত বছর থেকে এ বছর আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ। বিগত বছরগুলোর সব রেকর্ড ভেঙ্গে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রায় দেড় লক্ষ মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানান তিনি।
বিগত বছর গুলোয় ব্যাপক জনসচেতনতা মুলক প্রচারের পরও ডেঙ্গু আক্রান্তের হার বাড়ছেই বলে জানান মন্ত্রী। এ বিষয়ে ফিলিপিন সরকার বড় আকারের জাতীয় ও আন্তর্জাতিক পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন তিনি।