• ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বঞ্চনার শিকার ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বঞ্চনার অবসানকল্পে কমিটি গঠনের পক্ষপাতিত্ব নিয়ে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের অসন্তোষ

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৪
বঞ্চনার শিকার ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বঞ্চনার অবসানকল্পে কমিটি গঠনের পক্ষপাতিত্ব নিয়ে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের অসন্তোষ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ঠা আগস্ট পর্যন্ত সময়কালে চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার এবং উল্লিখিত সময় কালের মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনাপূর্বক যথাবিহিত সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধতন নিয়োগ-২ শাখা থেকে ১৬ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

২৫টি ক্যাডারকে পাশ কাটিয়ে এ কমিটি শুধু জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় চাকরিজীবীদের জন্য গঠন করা হয়েছে বলে পরিষদ এ অসন্তোষ প্রকাশ করে।

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ মনে করে উল্লিখিত সময়ে সকল ক্যাডারেই এ ধরনের বঞ্চনা তৈরি হয়েছে। সুতরাং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জন্য এ ধরনের কমিটি গঠন করা হলে সকল ক্যাডারের জন্যও একই ধরনের কমিটি গঠন করা আবশ্যক বলে পরিষদ মনে করে।

প্রত্যেকটি ক্যাডারের শীর্ষ কর্মকর্তাকে সভাপতি ও প্রয়োজনীয় সংখ্যক অন্যান্য সদস্য নিয়ে এ কমিটি গঠনের জন্য আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ প্রস্তাব করছে।

অনতিবিলম্বে এ ধরনের কমিটি গঠনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রত্যেকটি মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদানের জন্য পরিষদ অনুরোধ করছে। এ বিষয় পরিষদ প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ প্রার্থনা করছে।

October 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031