প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। এই সিদ্ধান্তটি এসেছে ২৪ এর গণঅভ্যুত্থানে বছরের শত শত মানুষের মৃত্যুর সঙ্গে দলটির সম্পৃক্ততার আনুষ্ঠানিক অভিযোগের পর।
ববি হাজ্জাজই প্রথম রাজনীতিবিদ যিনি আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি তোলেন। তিনি শুরু থেকেই চেয়েছেন ক্ষমতায় থাকা মানুষদের জবাবদিহির আওতায় আনতে। সেই দাবি এখন বাস্তবে রুপান্তর হয়েছে।
এটি শুধু রাজনীতির জয় নয়, এটা বাংলাদেশের সাধারণ মানুষের জয় — যারা অনেক দিন ধরে স্বচ্ছতা আর জবাবদিহি চাইছিলেন।