রোহিঙ্গা শরণার্থীদের উদ্ধারকালে দুর্ঘটনাবশত সাগরে পড়ে নিখোঁজ হন। আজ দুপুরে টেকনাফের সাবরাং সৈকত এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে তাঁর আত্মত্যাগ স্মরণ করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।
দেশ ও মানবতার সেবায় তাঁর এই সাহসী ভূমিকা বিজিবি পরিবার আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।