• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা তৃতীয়

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০১৯
বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা তৃতীয়

প্রসঙ্গত, গতবছর বিশ্বে বসবাসের সবচেয়ে অযোগ্য শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়

বিশ্বে বসবাসযোগ্য শহরের তালিকায় অযোগ্য শহর হিসেবে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান তৃতীয়। তালিকায় ১৩৮তম স্থানে জায়গা করে নেওয়া ঢাকা শহরের পরে রয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্কো এবং সর্বনিম্ন অবস্থানে রয়েছে নাইজেরিয়ার রাজধানী লাগোস।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বসবাসযোগ্যতার দিক থেকে বিশ্বের ১৪০ শহরের এ তালিকাটি প্রকাশ করে ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট।

প্রসঙ্গত, ২০১৮ সালে বিশ্বে বসবাসের সবচেয়ে অযোগ্য শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। এবার একধাপ উন্নতি পেয়ে যোগ্য শহরের শেষ তিনে রয়েছে ঢাকা।

অন্যদিকে, গত বছরের মতো বাসযোগ্য শহরের তালিকায় এবারও শীর্ষে রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। দ্বিতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন, তৃতীয় স্থানে রয়েছে সিডনি, চতুর্থ স্থানে রয়েছে জাপানের ওসাকা, পঞ্চম অবস্থানে রয়েছে কানাডার ক্যালগারি। এছাড়াও শীর্ষ ১০-এর তালিকায় আরও রয়েছে ইউরোপের শহরগুলো। 

প্রতিবেশী দেশ ভারতের শহর দিল্লি ও মুম্বাই যথাক্রমে ১১৮ ও ১১৯-তম স্থানে রয়েছে। এছাড়াও সিঙ্গাপুর ৪০ ও দুবাই রয়েছে ৭০তম অবস্থানে। পাকিস্তানের করাচিও রয়েছে শেষ ১০-এ।

স্বাস্থ্যসেবা, সংস্কৃতি, পরিবেশ, শিক্ষা ও অবকাঠামো কয়েকটি বিষয় বিবেচনায় রেখে এ তালিকাটি তৈরি করা হয়েছে।

সৌজন্যে – ঢাকা ট্রিবিউন