• ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

বাংলাদেশের এআই ও ক্লাউড শিল্পকে এগিয়ে নিতে হুয়াওয়ের কর্মশালা

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ১৮, ২০২৫
বাংলাদেশের এআই ও ক্লাউড শিল্পকে এগিয়ে নিতে হুয়াওয়ের কর্মশালা

সম্প্রতি স্থানীয় প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কারিগরি ও সেবা দক্ষতা বৃদ্ধি করতে ঢাকার গুলশানস্থ হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে ‘ক্লাউড টেকওয়েভ বাংলাদেশ ২০২৫’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করেছে হুয়াওয়ে। হুয়াওয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের কেন্দ্রীয় কার্যালয় থেকে আগত একটি বিশেষজ্ঞ দল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড প্রযুক্তির উদ্ভাবন ও বিগ ডেটা বিষয়ক এই কর্মশালা পরিচালনা করেন যেখানে দেশের প্রায় ১০০ জন প্রযুক্তি পেশাজীবি অংশগ্রহণ করেন।

রবিবার হুয়াওয়ে বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

হুয়াওয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের কেন্দ্রীয় অফিস থেকে আগত প্রশিক্ষকদের মধ্যে ছিলেন হুয়াওয়ের সিনিয়র সলিউশন আর্কিটেক্ট নিও জিন শেং ক্যাসন, সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার সান বিং ও ক্লাউড সার্ভিস ইঞ্জিনিয়ার জিয়াং ঝেং-সহ অন্যান্য বিশেষজ্ঞগণ। তাঁরা এই কর্মশালায় ডেটাবেজ, এআই কন্টেইনার + ল্যান্ডিং-জোন, বিগ ডেটা, সিকিউরিটি, পিএএএস (PaaS) বিষয়ে আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের প্রাত্যহিক কাজের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তাঁরা মনে করেন, এই আলোচনা ক্লাউড ও এআই খাতের পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের আধুনিকায়ন ত্বরান্বিত করবে।

হুয়াওয়ে সাউথ এশিয়ার বোর্ড মেম্বার হ্যাভেন লিন বলেন, “বাংলাদেশ দ্রুত আধুনিকায়নের পথে এগিয়ে যাচ্ছে। এই যাত্রায় ক্লাউড ও এআই প্রযুক্তির একটি বড় ভূমিকা রয়েছে যা ভবিষ্যতের বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা দেশের আইসিটি অবকাঠামোকে আরও শক্তিশালী করতে চাই যাতে প্রযুক্তিনির্ভর বিভিন্ন শিল্পে অন্তর্ভুক্তি ও উদ্ভাবনমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করা যায়। তারই প্রেক্ষিতে আমরা এধরনের কর্মশালার আয়োজন করি যা এই খাতের প্রতিষ্ঠান ও পেশাজীবিদের দক্ষতা বৃদ্ধি করতে ভূমিকা রাখে।”

ফ্লোরা টেলিকম লিমিটেডের সিডিও শামসুল আলম নিজামী বলেন, “হুয়াওয়ে ক্লাউড টেকওয়েভ বাংলাদেশ ২০২৫ আমাদের ক্লাউড প্রযুক্তি ও এআই-এর সর্বশেষ উদ্ভাবনগুলি সম্পর্কে জানতে সহায়তা করেছে। এর ফলে আমরা আইসিটি অবকাঠামোতে ক্লাউড ইন্টিগ্রেশনের বিষয়ে আরও গভীরভাবে চিন্তা করতে পারবো।”

বাংলাদেশে ক্লাউড মার্কেট সময়ের সাথে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের ক্লাউড মার্কেট ৪৫ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে এআই এবং ক্লাউড-ভিত্তিক সমাধান সংযুক্ত করার হারও বৃদ্ধি পাবে।

৩০ বছরেরও বেশি আইসিটির অভিজ্ঞতা, সর্বাধুনিক পণ্য ও সেবা নিয়ে হুয়াওয়ে ক্লাউড ২০২৩ গার্টনার ম্যাজিক কোয়াড্রেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা সংস্থার স্বীকৃতি অর্জন করেছে। এশিয়া প্যাসিফিক পাবলিক ক্লাউড মার্কেটে এটি গত চার বছরে ২০ গুণ বৃদ্ধি পেয়েছে, যার ফলে হাইব্রিড ক্লাউড সেগমেন্টে এটি শীর্ষ পাঁচ সেবাদাতার মধ্যে দ্রুতবর্ধনশীল সেবাদাতার স্থান অর্জন করেছে। হাইব্রিড ক্লাউড সেগমেন্টে শীর্ষস্থান ধরে রাখার সাথে সাথে হুয়াওয়ে ক্লাউড স্ট্যাক থাইল্যান্ড, বাংলাদেশ ও হংকংয়ে প্রথম অবস্থানে রয়েছে। বাংলাদেশে প্রথম ই-গভর্নমেন্ট ক্লাউড ‘বিসিসি’ এবং ‘রবি’র জন্য প্রথম হাইব্রিড ক্লাউড চালু করার মাধ্যমে হুয়াওয়ে ক্লাউড সফল যাত্রা অব্যাহত রেখেছে। বর্তমানে হুয়াওয়ে- ক্লাউড এবং এআই সমাধানের মাধ্যমে একাধিক শিল্পে সেবা প্রদান করছে।

June 2025
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930