• ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় হিন্দুত্ববাদ ও নাস্তিক্যবাদ বরদাশত করা হবে না-মামুনুল হক

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৪
বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় হিন্দুত্ববাদ ও নাস্তিক্যবাদ বরদাশত করা হবে না-মামুনুল হক

Oplus_0

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন শিক্ষাব্যবস্থায় হিন্দুত্ববাদ ও নাস্তিক্যবাদ বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন।

এসময় তিনি বলেন, ‘অবিলম্বে শিক্ষা কমিশন থেকে নাস্তিক, মুরতাদ ও সমকামীদের সরাতে হবে এবং সেখানে ইসলামি শিক্ষাবিদ ও আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে।’

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে শনিবার ২৮ সেপ্টেম্বর বিকালবেলা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বক্তব্যে খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেন,‘ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রাসুলের (সা.) নামে জঘন্য কটূক্তি করেছে এবং তাকে সমর্থন করেছে বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ।

ওদের বক্তব্যগুলো বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমরা এই কটূক্তির নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না।’

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে মামুনুল হক বলেন, ‘ভারতের রাষ্ট্রদূতকে ডেকে এনে প্রতিবাদ করুন। বিশ্ব মানবতার দূত হজরত মোহাম্মদকে (সা.) যারা গালি দেবে, কটূক্তি করবে, তাদের ইলিশ দেবেন, তা মেনে নেওয়া হবে না।’

এসময় তিনি আরও বলেন, ‘দেশের শিক্ষাব্যবস্থায় হিন্দুত্ববাদ ও নাস্তিক্যবাদ বরদাশত করা হবে না। অবিলম্বে শিক্ষা কমিশন থেকে নাস্তিক, মুরতাদ ও সমকামীদের সরাতে হবে এবং সেখানে ইসলামি শিক্ষাবিদ ও আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে।’

সম্প্রতি দেশে ছাত্র-জনতার বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার ও নৈরাজ্যবাদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে ঈশ্বরগঞ্জ উপজেলা খেলাফত মজলিস এই সমাবেশের আয়োজন করে। ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয় সমাবেশে।

সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুফতি মাহমুদুল হক আজিজির সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব জালাল উদ্দিন আহমদ, আতাউল্লাহ আমীন প্রমুখ।এতে হাজারো ধর্মপ্রাণ মুসলমান সমাবেশে অংশগ্রহণ করেন।

October 2024
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031