• ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

বাংলাদেশে আমেরিকান চেম্বার অফ কমার্স

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২৪
বাংলাদেশে আমেরিকান চেম্বার অফ কমার্স

আমচাম সভাপতি জনাব সৈয়দ এরশাদ আহমেদের নেতৃত্বে ০৯ (নয়) সদস্যের আমচাম প্রতিনিধি দল আজ ২৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সচিবালয়ে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সাথে সাক্ষাৎ করেছে।

আমচাম বাণিজ্য সুবিধার ব্যবস্থা, পাবলিক সেক্টরের আধুনিকীকরণ, এফডিআই-এর জন্য সহায়ক ডিজিটাল পেমেন্ট পরিকাঠামো এবং ব্যবসা করার সহজতার বিষয়ে সুপারিশ জমা দিয়েছে।

অর্থনৈতিক শৃঙ্খলা, বর্তমান আইনি কাঠামোর সংস্কার, সাইবার নিরাপত্তা বর্ধিতকরণ এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং জলবায়ু-কেন্দ্রিক উদ্যোগের প্রচার ছাড়াও, প্রতিনিধি দলটি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল, উন্নত ট্রাফিক ব্যবস্থাপনা এবং মসৃণ সরবরাহের উপর অগ্রাধিকার দিয়েছে।

মাননীয় উপদেষ্টা উল্লেখ করেছেন যে সরকার বাণিজ্য ও অর্থনৈতিক চ্যালেঞ্জগুলিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সমাধান করছে এবং দক্ষ ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট বিভাগে কাজ অর্পণ করছে। তিনি আরও যোগ করেছেন যে আইনি কাঠামো এবং অন্যান্য প্রাসঙ্গিক কারণগুলি বিবেচনা করে সুপারিশগুলি পর্যালোচনা করা হবে।

জনাব সৈয়দ এরশাদ আহমেদের সাথে, আমচাম প্রেসিডেন্ট, মোঃ মইনুল হক, সিটি কান্ট্রি অফিসার (সিসিও), সিটি ব্যাংক এনএ, বাংলাদেশ, জনাব সৈয়দ মোহাম্মদ কামাল, কান্ট্রি ম্যানেজার, মাস্টারকার্ড, জনাব আলা উদ্দিন আহমেদ, সিইও, আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি (মেটলাইফ), জনাব সাব্বির আহমেদ, কান্ট্রি ম্যানেজার, ভিসা বাংলাদেশ, নেপাল এবং ভুটান, মির্জা সজিব রায়হান, কান্ট্রি লিডার, বেক্টন ডিকিনসন বাংলাদেশ, মিসেস রুবাবা দৌলা, কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর বাংলাদেশ, নেপাল, এবং ভুটান, ওরাকল কর্পোরেশন মিটিংয়ে উপস্থিত ছিলেন, এক্সেলরেট এনার্জি বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার জনাব হাবিব ভূঁইয়া এবং চৌধুরী কায়সার মোহাম্মদ রিয়াদ, সেক্রেটারি, আমচাম বাংলাদেশ।

ডঃ সালেহউদ্দিন আহমেদ, মাননীয় উপদেষ্টা, অর্থ ও বাণিজ্য মন্ত্রনালয়, কেন্দ্রে, জনাব সৈয়দ এরশাদ আহমেদ, আমচাম সভাপতি, জনাব মোঃ মঈনুল হক, সিটি কান্ট্রি অফিসার (সিসিও), সিটিব্যাঙ্ক এনএ, বাংলাদেশ, সহ। জনাব সৈয়দ মোহাম্মদ কামাল, কান্ট্রি ম্যানেজার, মাস্টারকার্ড, জনাব আলা উদ্দিন আহমেদ, সিইও, আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি (মেটলাইফ), জনাব সাব্বির আহমেদ, কান্ট্রি ম্যানেজার, ভিসা বাংলাদেশ, নেপাল এবং ভুটান, মির্জা সজিব রায়হান, কান্ট্রি লিডার, বেক্টন ডিকিনসন বাংলাদেশ, মিসেস রুবাবা দৌলা, কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর বাংলাদেশ, নেপাল এবং ভুটান, ওরাকল কর্পোরেশন, জনাব হাবিব ভূঁইয়া, কান্ট্রি ম্যানেজার, এক্সেলরেট এনার্জি

বাংলাদেশ লিমিটেড এবং জনাব চৌধুরী কায়সার মোহাম্মদ রিয়াদ, সেক্রেটারি, আমচাম বাংলাদেশ।