• ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

বাংলাদেশে চ্যাংগান গাড়ি নিয়ে এসেছে ডিএইচএস অটোস লিমিটেড

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৩
বাংলাদেশে চ্যাংগান গাড়ি নিয়ে এসেছে ডিএইচএস অটোস লিমিটেড

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৩ ইং

চ্যাংগান বাংলাদেশের সাথে অংশীদারিত্বে চ্যাংগান অটোমোবাইল সিরিজের অত্যাধুনিক ও জনপ্রিয় গাড়ির লাইনআপ নিয়ে এসেছে ডিএইচএস অটোস লিমিটেড। চ্যাংগান বাংলাদেশ-এর এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএইচএস অটোস লিমিটেড-এর ডিভিশনাল ডিরেক্টর ইমরান জামান খান।

১৫৭ বছর ধরে অটোমোবাইল শিল্পে অভূতপূর্ব অবদান রেখে চীনের শীর্ষ চারটি অটোমোবাইল প্রতিষ্ঠানের মধ্যে চ্যাংগান তাদের ব্যবসায়িক কার্যক্রম বজায় রেখেছে। বিশ্বব্যাপী ৬০টিরও অধিক দেশে এক লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি দক্ষ কর্মী দ্বারা চ্যাংগান তাদের সেবা পৌছে দিচ্ছে। ‘স্থায়ী নিরাপত্তা’ দর্শনে বিশ্বাসী চ্যাংগান বর্তমানে তাদের সর্বোৎকৃষ্ট গাড়িগুলো নিয়ে বাংলাদেশে তাদের যাত্রা শুরু করতে যাচ্ছে।
চ্যাংগান-এর সর্বশেষ মডেলগুলোর মধ্যে এলসভিন ও হান্টারকে উন্নত প্রযুক্তিসম্পন্ন ও নির্ভরযোগ্য করে তোলার জন্য নতুন করে ডিজাইন করা হয়েছে । নতুন এলসভিন-এ রয়েছে ১.৫ লিটার ইঞ্জিন, ডিসিটি ট্রান্সমিশন, অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল এবং এবিএস ও ইবিডি প্রযুক্তি। অন্যদিকে হান্টার একটি ২.০ লিটার টার্বো-ডিজেল ইঞ্জিন, ফোর হুইল ড্রাইভ এবং ইএসপি ও এবিএস-সহ অন্যান্য অত্যাধুনিক ব্রেকিং সিস্টেমের সাথে সজ্জিত। এছাড়াও, হান্টারে রয়েছে প্রশস্ত কেবিন ও ১ টন ক্ষমতার কার্গো-স্পেস। এছাড়াও, প্রতিটি হান্টার ও এলসভিন-এর সাথে রয়েছে ৫ বছরের ওয়ারেন্টি ও বিনামূল্যে পরিষেবা। চ্যাংগান এলসভিন এর দুটি ভেরিয়েন্ট; সানরুফ ছাড়া গাড়িটির মূল্য ২৫ লাখ টাকা এবং সানরুফসহ গাড়িটির মূল্য ধরা হয়েছে ২৬ লাখ টাকা। এছাড়া, চ্যাংগান হান্টারটির দাম ৬০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
ডিএইচএস অটোস লিমিটেড-এর চিফ বিজনেস অফিসার আরমান রশিদ বলেন, “অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এই যানবাহনগুলোকে সাশ্রয়ী মূল্যে ও বিনামূল্যে পরিষেবার আওতায় নিয়ে আসাই আমাদের লক্ষ্য। গ্রাহকেরা যাতে করে একটি ঝামেলামুক্ত ভ্রমণ অভিজ্ঞতা উপভোগ করতে পারে সেজন্য আমাদের অভিজ্ঞ দল কাজ করে যাচ্ছে।”
ডিএইচএস অটোস লিমিটেড-এর ডিভিশনাল ডিরেক্টর ইমরান জামান খান বলেন, “চ্যাংগান বাংলাদেশ এর শুভযাত্রা ও সেরামানের এইসকল গাড়ির লাইনআপের উদ্বোধনী পর্বে উপস্থিত হতে পেরে আমি সত্যিই আনন্দিত। স্থায়ী নিরাপত্তা’র প্রতি চ্যাংগান-এর প্রতিশ্রুতি সকলের সামনে আজ স্পষ্ট এবং বাংলাদেশে এই প্রতিফলন ঘটবে বলে আমি আশাবাদী।”

ডিএইচএস অটোস লিমিটেড সম্পর্কেঃ
২০২৩ সালে যাত্রা শুরু করা ডিএইচএস অটোস লিমিটেড শীর্ষস্থানীয় ও অত্যাধুনিক প্রযুক্তির গাড়িগুলোকে সাশ্রয়ী মূল্যে বাংলাদেশের গ্রাহকদের সামনে তুলে ধরতে বদ্ধপরিকর। ‘স্থায়ী নিরাপত্তা’র প্রতিশ্রুতি নিয়ে তাদের হাত ধরেই চ্যাংগান বাংলাদেশে যাত্রা শুরু করতে যাচ্ছে। তেজগাঁও-গুলশান লিঙ্ক রোডের র‌্যাংগস ব্যাবিলোনিয়াতে অটোমোবাইল শিল্পের অন্য শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হোন্ডা, মার্সিডিজ-বেঞ্জ এবং হুন্ডাই-এর সাথে চ্যাংগান বাংলাদেশের প্রথম অফিসিয়াল শো-রুমটি চালু করা হচ্ছে। চ্যাংগান বাংলাদেশের প্রতিটি গাড়ির সাথে বিনামূল্যে পরিষেবার অফার রেখেছে ডিএইচএস অটোস লিমিটেড। গ্রাহকদের উদ্দেশ্যে চ্যাংগানের অভিমত, আপনারা চ্যাংগান গাড়ি কিনুন এবং রক্ষণাবেক্ষণের জন্যে ডিএইচএস অটোস লিমিটেডের সাথে থাকুন।

March 2025
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031